নয়াদিল্লি, 3 ডিসেম্বর: মধ্যপ্রদেশ, রাজস্থান এবং ছত্তিশগড়ের বিধানসভা নির্বাচনে দলের পারফরম্যান্স 'হতাশাজনক' ৷ রবিবার বেলা গড়াতে ভোটের ফল সামনে আসতে এমনই বক্তব্য শোনা গেল কংগ্রেস সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গের গলায় ৷ অন্যদিকে, তিন রাজ্যের ম্যান্ডেট মেনে নিয়েও আদর্শের লড়াই চলবে বলে জানালেন রাহুল গান্ধি ৷
একই সঙ্গে, কংগ্রেস সভাপতি যোগ করেছেন, এটি 'সাময়িক বিপত্তি', যেটা দল দ্রুত কাটিয়ে উঠতে পারবে ৷ চার রাজ্যের ভোটের ফলাফলের দিনই খাড়গে লোকসভা ভোটের বিষয়ও উসকে দিয়েছেন ৷ ইন্ডিয়া জোটের প্রসঙ্গ তুলে খাড়গে জানিয়েছেন, ইন্ডিয়া জোটের অংশীদারদের সঙ্গে নিয়ে লোকসভা নির্বাচনের জন্য পুরোপুরি প্রস্তুত হবে দল ৷ অন্যদিকে, এদিন টুইট করে রাহুল গান্ধি লিখেছেন, "আমরা বিনীতভাবে মধ্যপ্রদেশ, ছত্তিশগড় ও রাজস্থানের ম্যান্ডেট মেনে নিচ্ছি ৷ তবে আদর্শের লড়াই চলবে। আমি তেলেঙ্গানার জনগণের কাছে অত্যন্ত কৃতজ্ঞ ৷ আমরা অবশ্যই তেলেঙ্গানায় করা আমাদের প্রতিশ্রুতি পূরণ করব। কঠোর পরিশ্রম এবং সমর্থনের জন্য সমস্ত কর্মীদের আন্তরিক ধন্যবাদ।"
এদিন সকাল থেকেই ফলের ট্রেন্ড দেখে স্পষ্ট হয়ে গিয়েছিল, তেলেঙ্গানা বাদে বাকি তিন রাজ্যেই একক সংখ্য়াগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসছে বিজেপি ৷ বেলা গড়াতে যে চিত্রটা কার্যত স্পষ্ট হয়ে যায় ৷ এরপরই একের পর এক কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপি শীর্ষ নেতাদের বক্তব্যও সামনে আসতে শুরু করে ৷ নির্বাচন কমিশনের তথ্য অনুসারে, ছত্তিশগড়ের 90টি আসনের মধ্যে বিজেপি একাই 55টি আসন পেয়েছে ৷ অন্যদিকে, মধ্যপ্রদেশে 166টি এবং রাজস্থানে 114টি আসন বিজেপি নিজেদের দখলে রেখেছে ৷ তিন রাজ্যেরই পরিসংখ্যান বলছে, গত বিধানসভা নির্বাচনের তুলনায় দ্বিগুণ ভোট বাড়িয়ে ক্ষমতায় এসেছে বিজেপি ৷ আর তাতে কংগ্রেস যে বাস্তবিকই হতাশ, তা কংগ্রেস সর্বভারতীয় সভাপতির মন্তব্যেই স্পষ্ট ৷