পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

আঞ্চলিক দলগুলির সঙ্গে আসন সমঝোতার রূপরেখা তৈরিতে 30-31 ডিসেম্বর কংগ্রেসের অভ্যন্তরীণ বৈঠক

Discussion on INDIA Bloc Blueprint: বিভিন্ন রাজ্যের নেতা ও সেখানকার ইনচার্জদের সঙ্গে বৈঠকে বসতে চলেছে কংগ্রেস ৷ আগামী 30 ও 31 ডিসেম্বর ওই বৈঠক হবে ৷ সেখানে আঞ্চলিক দলগুলির সঙ্গে আসন সমঝোতা নিয়ে আলোচনা হবে বলে জানা গিয়েছে ৷ প্রতিবেদনটি লিখেছেন ইটিভি ভারত-এর অমিত অগ্নিহোত্রী ৷

Congress
Congress

By ETV Bharat Bangla Team

Published : Dec 25, 2023, 7:58 PM IST

নয়াদিল্লি, 25 ডিসেম্বর: ‘ইন্ডিয়া’ ব্লকের অন্য শরিকদের সঙ্গে কীভাবে আসন সমঝোতা হবে, সেই নিয়ে আগে দলের অন্দরে আলোচনা করতে চায় কংগ্রেস ৷ তাই আগামী 30 ও 31 ডিসেম্বর এই ইস্য়ুতে আলোচনার জন্য বৈঠক ডেকেছে রাহুল গান্ধির দল ৷ সেখানে উপস্থিত থাকবেন বিভিন্ন রাজ্যে কংগ্রেসের দায়িত্বপ্রাপ্ত নেতারা ৷

তাঁদের সঙ্গে আলোচনা করবেন কংগ্রেসের পাঁচ সদস্য়ের ন্যাশনাল অ্যালায়েন্স কমিটি ৷ ওই কমিটিতে রয়েছেন সদ্য প্রাক্তন হওয়া দুই মুখ্যমন্ত্রী অশোক গেহলত (রাজস্থান) ও ভূপেশ বাঘেল (ছত্তিশগড়) ৷ কমিটির বাকি তিনজন হলেন সলমন খুরশিদ, মুকুল ওয়াসনিক ও মোহন প্রকাশ৷ বৈঠকে কংগ্রেসের সব প্রদেশ সভাপতি ও বিভিন্ন রাজ্যে পরিষদীয় দলের নেতাদের উপস্থিত থাকতে বলা হয়েছে ৷ সেখানে আঞ্চলিক দলগুলির সঙ্গে আসন সমঝোতা নিয়ে যেমন আলোচনা হবে, পাশাপাশি কথা হবে 2024 সালের লোকসভা নির্বাচনের প্রস্তুতি নিয়েও ৷

সারা দেশের মধ্যে 11টি রাজ্যে আঞ্চলিক দলগুলির সঙ্গে আসন সমঝোতা নিয়ে সিদ্ধান্ত নিয়ে কংগ্রেসের কাছে খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ৷ এই রাজ্যগুলি হল - উত্তরপ্রদেশ (80 আসন), বিহার (40), মহারাষ্ট্র (48), ঝাড়খণ্ড (14), পঞ্জাব (13), দিল্লি (7), গুজরাত (26), অসম (14), জম্মু ও কাশ্মীর (6), তামিলনাড়ু (39) ও পশ্চিমবঙ্গ (42) ৷ সূত্রের খবর, কংগ্রেসের এই জোট-প্যানেল সারা দেশে আঞ্চলিক দলগুলির সঙ্গে আসন সমঝোতার রূপরেখা তৈরি করবে ৷ তার পর তা শীর্ষ নেতৃত্বকে দেওয়া হবে ৷ জানুয়ারিতে ‘ইন্ডিয়া’ ব্লকের বৈঠকে সেই বিষয়টি নিয়ে চূড়ান্ত আলোচনা হবে ৷

কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে 2024 সালের নির্বাচনের জন্য এআইসিসি (অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি)-কে পুনর্গঠন করেছেন ৷ তাছাড়া গত 21 ডিসেম্বর কংগ্রেস ওয়ার্কিং কমিটিও ‘ইন্ডিয়া’ ব্লককে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে ঝাঁপিয়ে পড়ার সিদ্ধান্ত নিয়েছে ৷ এর কয়েকদিন পরেই এই পদক্ষেপ করা হল ।

উত্তরপ্রদেশে এআইসিসি-র ইনচার্জ অবিনাশ পাণ্ডে ইটিভি ভারত-কে বলেন, "কংগ্রেস তার জোটের শরিকদের সঙ্গে নিয়ে বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ ফ্রন্ট গড়তে প্রতিশ্রুতিবদ্ধ । জোটের মধ্যে কোনও সমস্যা নেই এবং আসন ভাগাভাগি-সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা বেশ কিছুদিন ধরেই চলছিল । অবশ্যই, বিষয়গুলি নিয়ে এখন থেকে আরও পরিকল্পিতভাবে এগোতে হবে । জোটের সঙ্গে আসন ভাগাভাগি সুষ্ঠুভাবে সম্পন্ন হবে ।"

তাঁর দাবি, সমাজবাদী পার্টি ও আরএলডি জোটের সঙ্গেই আছে৷ বহুজন সমাজ পার্টিও জোটের অংশীদার হতে আগ্রহী ৷ তিনি বলেন, "আমি আশা করি উত্তরপ্রদেশের সমস্ত দল বিজেপির বিভাজনমূলক অ্যাজেন্ডার বিরুদ্ধে লড়াই করার জন্য একত্রিত হবে । 2024 সালের লড়াই হল সংবিধান রক্ষা করা এবং দেশে গণতন্ত্র রক্ষা করার লড়াই । বিরোধী জোট বেকারত্ব, মূল্যবৃদ্ধির মতো জনসাধারণের সমস্যাগুলিতে ফোকাস করতে চলেছে, যা বিজেপি আলোচনা করতে চায় না ।’’

অবিনাশ পাণ্ডে এর আগে ঝাড়খণ্ডে এআইসিসি-র তরফে কংগ্রেসের দায়িত্বে ছিলেন ৷ সেখানে এখন ঝাড়খণ্ড মুক্তি মোর্চা ও আরজেডি-র সঙ্গে সরকারে রয়েছে কংগ্রেস ৷ সেই ঝাড়খণ্ডের প্রতিবেশী রাজ্য বিহার ৷ সেখানে আবার কংগ্রেস আরজেডি ও নীতীশ কুমারের জেডিইউ-এর সঙ্গে জোটে রয়েছে ৷ সেখানে এআইসিসি-র ভারপ্রাপ্ত নেতা অজয় কাপুর জানান, জেডিইউ, আরজেডি, কংগ্রেস, বাম জোট বিহার শাসন করছে, তাই সেখানেও আসন ভাগাভাগি মসৃণ হবে ।

মল্লিকার্জুন খাড়গে সম্প্রতি কংগ্রেসের জোট-প্যানেলের সদস্য মোহন প্রকাশকেও বিহারের দায়িত্বে নিযুক্ত করেছেন ৷ কারণ, তিনি লো প্রোফাইল বজায় রাখতে পছন্দ করেন ৷ তাই কোনও ঝামেলা ছাড়াই নীতিশ কুমার ও লালু প্রসাদের মতো জোটের অংশীদারদের সঙ্গে আসন সমঝোতা নিয়ে ফলপ্রসূ আলোচনায় সক্ষম হবেন বলে মনে করা হচ্ছে ৷

মহারাষ্ট্রের দায়িত্বে থাকা এআইসিসি সেক্রেটারি আশিস দুয়া জানান, ওই রাজ্যে আসন ভাগাভাগি নিয়ে খুব একটা সমস্যা হবে না ৷ কারণ শিবসেনা (ইউবিটি), এনসিপি, কংগ্রেস জোট 2019 থেকে 2022 সাল পর্যন্ত রাজ্যে শাসন করেছিল ৷ সেখানে শিবসেনা ও এনসিপি-র মধ্যে ভাঙন ধরলেও ভোটাররা উদ্ধব ঠাকরে ও শরদ পাওয়ারের সঙ্গেই রয়েছেন বলে তাঁর দাবি ৷

আরও পড়ুন:

  1. লোকসভা নির্বাচনে রায়বরেলি থেকে প্রার্থী হোন প্রিয়াঙ্কা, দাবি কংগ্রেসের অন্দরে
  2. উত্তরপ্রদেশে দলের ইনচার্জ পদ থেকে অব্যাহতি প্রিয়াঙ্কা গান্ধিকে, ছত্তিশগড়ের দায়িত্বে শচীন পাইলট
  3. সাসপেন্ড হওয়া সাংসদদের মিছিল! 'উপরাষ্ট্রপতি সংসদে জাতপাত বিভেদ এনেছেন', বললেন খাড়গে

ABOUT THE AUTHOR

...view details