নয়াদিল্লি, 21 সেপ্টেম্বর: কুলির পোশাকে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি ৷ দিল্লির রাস্তায় প্রাক্তন কংগ্রেস সভাপতিকে কুলিদের মাঝে দেখা গেল ৷ তাঁদের সঙ্গে কথা বলে সুবিধে-অসুবিধের খোঁজ নিলেন ৷ পাশাপাশি তাঁদের মতোই লাল পোশাক পরলেন রাহুল ৷ এরপর একটি সুটকেস মাথায় নিয়ে কিছুদূর গেলেন তিনি ৷
এর আগে কখনও কৃষক, কখনও বা লরি-ট্রাক চালকের পাশে দেখা গিয়েছে রাহুলকে ৷ কখনও আবার বাইক সারানোর কাজেও হাত লাগিয়েছেন সোনিয়া-তনয় ৷ এবার রাজধানীর রাস্তায় কুলিদের মাঝে মিশে গেলেন ৷ এই সংক্রান্ত একাধিক ভিডিয়ো ইতিমধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে ৷
বৃহস্পতিবার সকালে আনন্দ বিহার রেল স্টেশনে পৌঁছন রাহুল গান্ধি ৷ সেখানে কুলিদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি ৷ সেখানে উপস্থিত অটোচালকদের সঙ্গেও কথা বলেন কংগ্রেস সাংসদ ৷ লাল রঙের শার্ট পরে ছিলেন কংগ্রেস নেতা ৷ শার্টের হাতায় কুলিদের ট্রেডমার্কও ছিল ৷ সামাজিক মাধ্যম এক্সে (টুইটারে) বেশ কিছু ছবিও পোস্ট করেছে কংগ্রেস ৷ তার একটিতে দেখা যাচ্ছে রাহুলকে শার্ট পরতে সাহায্য করছেন আরেক কুলি ৷