নাগপুর, 28 ডিসেম্বর: ‘ইন্ডিয়া’ ও এনডিএ-র মধ্যে আসলে নীতির লড়াই রয়েছে ৷ বৃহস্পতিবার এমনই দাবি করেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি ৷ তাঁর দাবি, বিজেপিতে সবসময় শীর্ষস্তর থেকে নির্দেশ আসে ৷ কংগ্রেসে কাজ হয় তৃণমূলস্তরের কথা শুনে ৷ এ দিন মহারাষ্ট্রের নাগপুরে কংগ্রেসের ‘হ্যায় তৈয়ার হাম’ (আমরা তৈরি আছি) জনসভায় ভাষণ দেন রাহুল গান্ধি ৷ সেখানেই তিনি এই কথা বলেন ৷
রাহুল গান্ধি বলেন, "এটা ঠিক যেমন রাজা উপর থেকে আদেশ জারি করেন এবং অনুগামীরা তা গ্রহণ করেন, তেমন ব্যাপার । আদেশ নিয়ে কেউ সন্দেহ প্রকাশ করতে বা প্রশ্ন তুলতে পারেন না । একজন বিজেপি সাংসদ যিনি আগে কংগ্রেসে ছিলেন, আমাকে বলেছেন যে বিজেপিতে তিনি 'গুলামি' আছে ।"
এর পরই তিনি কংগ্রেসের সঙ্গে বিজেপির সাংগঠনিক পার্থক্যের কথা তুলে ধরেন ৷ তাঁর দাবি, কংগ্রেসের একেবারে তৃণমূলস্তরের কর্মীরও নিজের মতামত প্রকাশ করার অধিকার আছে ৷ প্রত্যেকেই প্রয়োজনে নেতৃত্বের সঙ্গে সহমত বা দ্বিমত পোষণ করতে পারেন ৷
রাহুলের কথায়, ‘‘অনেক ঘটনা ঘটেছে, যেখানে কর্মীরা আমার কাছে প্রশ্ন করেছেন যে কেন আমি একটি নির্দিষ্ট সিদ্ধান্ত নিয়েছি । আমি সবসময় আমার কারণগুলি পরিষ্কারভাবে ব্যাখ্যা করেছি । কখনও কখনও আমি তাঁদের খোলাখুলি বলেছি যে আমি তাঁদের মতামত বা দৃষ্টিভঙ্গি পছন্দ করি না এবং এটি উল্টোটা হয়েছে । কংগ্রেস বিজেপির মতো নয় ৷ এখানে মতামত নিচের স্তর থেকেই উঠে আসে ।’’
রাহুলের আরও দাবি যে ভারতের স্বাধীনতা সংগ্রাম শুধু ব্রিটিশদের বিরুদ্ধে ছিল না ৷ বরং যে রাজারা ব্রিটিশদের সঙ্গে হাত মিলিয়ে চলতেন, তাঁদের বিরুদ্ধেও ছিল ৷ কংগ্রেস এই দুই প্রতিপক্ষের সঙ্গে লড়াই করে মানুষের অধিকার ছিনিয়ে এনেছে ৷ এর পর বর্তমান রাজনীতির কথা বলতে গিয়ে মানুষের কাছে আবেদন করেছেন যে গণতন্ত্ররক্ষায় বিজেপির বিরুদ্ধে কংগ্রেসের সঙ্গে হাত মেলানোর জন্য ৷ তিনি বলেছেন, "কাউকে ভয় করবেন না । একসঙ্গে আমরা মহারাষ্ট্র ও দেশের নির্বাচনে জিতব ।"
এ দিন কংগ্রেসের এই মেগা কর্মসূচিতে উপস্থিত ছিলেন দলের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে ৷ তিনিও গণতন্ত্ররক্ষার ডাক দেন ৷ নাগপুরে রয়েছে আরএসএস-এর সদর দফতর ৷ এ দিন খাগড়ের ভাষণে আরএসএস-এর প্রসঙ্গও উঠে আসে ৷ তিনি বলেন, "গত 10 বছরে বিজেপি ও আরএসএস দেশকে অশান্ত করছে । যদি সংঘের সরকারকে থামানো না হয়, তাহলে দেশ ধ্বংসের দিকে যাবে, গণতন্ত্র শেষ হয়ে যাবে । আম্বেদকর এবং পন্ডিত নেহরু যে সংবিধান তৈরি করেছিলেন, তাও শেষ হয়ে যাবে ৷"
তিনি আরও বলেন, "আমরা কয়েকটি রাজ্যে পরাজিত হয়েছি ৷ কিন্তু আশা হারাবেন না ৷ আমরা অবশ্যই জিতব । আমরা ব্রিটিশদের ভয় পাইনি, আমরা কেন বিজেপিকে ভয় পাব ?" প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও নিশানা করেন খাড়গে ৷ তিনি বলেন, "প্রধানমন্ত্রী মোদি দোষারোপ করেছেন যে আমরা সংসদে আসি না । যখন সংসদে যাই, তখন আমাদের কথা বলতে দেওয়া হয় না । আমরা শুধু সংসদের নিরাপত্তা লঙ্ঘনের তদন্ত চেয়েছিলাম । কিন্তু একজন সদস্যকে বাঁচানোর জন্য তারা 146 জন সাংসদকে সাসপেন্ড করেছে ।"
আরও পড়ুন:
- মণিপুর থেকে মুম্বই 'ভারত ন্যায় যাত্রা' কংগ্রেসের, রাহুলের ডাকে বাংলা-সহ 14 রাজ্যে কর্মসূচি
- আঞ্চলিক দলগুলির সঙ্গে আসন সমঝোতার রূপরেখা তৈরিতে 30-31 ডিসেম্বর কংগ্রেসের অভ্যন্তরীণ বৈঠক
- লোকসভা নির্বাচনে রায়বরেলি থেকে প্রার্থী হোন প্রিয়াঙ্কা, দাবি কংগ্রেসের অন্দরে