নয়াদিল্লি, 27 সেপ্টেম্বর:দেশে রেকর্ড হারে বেড়েছে বেকারত্ব ৷ এর সঙ্গেই পাল্লা দিয়ে বেড়েছে মুদ্রাস্ফীতিও ৷ বুধবার এমনই অভিযোগ করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি ৷ আনন্দ বিহার রেল স্টেশনে কুলিদের সঙ্গে তাঁর সাম্প্রতিক কথোপকথনের একটি ভিডিয়ো শেয়ার করে রাহুল দাবি করছেন, কুলিরা তাঁকে তাদের সমস্যাগুলি সম্পর্কে জানিয়েছিলেন। যার মধ্যে এই দু'টি বিষয়ও ছিল বলে দাবি রাহুলের ৷ প্রসঙ্গত, গত 21 সেপ্টেম্বর আনন্দ বিহার রেলস্টেশনে কুলিদের সঙ্গে আলাপচারিতা করেছিলেন ৷ তাদের সমস্যাগুলি সম্পর্কেও জানতে চেয়েছিলেন তিনি।
প্রাক্তন কংগ্রেস সভাপতি এদিন কুলিদের সঙ্গে তাঁর কথোপকথনের একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন ৷ সেখানেই রাহুল দাবি করেছেন, এই কুলিদের বেতন নেই, পেনশন নেই, স্বাস্থ্য বীমা নেই এবং রেলের তরফ থেকে কোনও সরকারি সুযোগ-সুবিধাও তারা পান না ৷ তবে এই মুহূর্তে তারা আশা করছেন, এর পরিবর্তন হবে।
কংগ্রেসের তরফে প্রকাশিত এক বিবৃতিতে রাহুল গান্ধিকে উদ্ধৃত করে লেখা হয়েছে, "কয়েকদিন আগে এক সবজি বিক্রেতা রামেশ্বরের সঙ্গে দেখা হয়েছিল। এই খবর পাওয়ার পরই কিছু কুলি ভাই আমাকে তাদের সঙ্গেও দেখা করার জন্য অনুরোধ করেছিল। সেই সুযোগ পাওয়া মাত্রই আমি দিল্লির আনন্দ বিহার টার্মিনালে পৌঁছে গিয়েছিলাম। আমি তাদের সঙ্গে দেখা করেছি ৷ দীর্ঘ সময় ধরে আলাপচারিতা করেছি তাদের সঙ্গে ৷ যার মধ্যে তাদের জীবন ঘনিষ্ঠভাবে জানতে পেরেছি ৷ তাদের সংগ্রাম বুঝতে পেরেছি ৷”
রাহুল আরও জানিয়েছেন, "কুলিরা ভারতের সবচেয়ে পরিশ্রমী মানুষদের মধ্যে অন্যতম। প্রজন্মের পর প্রজন্ম, তারা তাদের যাত্রায় লক্ষ লক্ষ যাত্রীদের সাহায্য করার জন্য তাদের জীবন ব্যয় করছে। অনেক লোকের হাতে সেই ব্যাজটি কেবল একটি পরিচয় নয়, এটি তাদের প্রাপ্ত একটি উত্তরাধিকারও। কিন্তু তাদের জন্য অগ্রগতির পরিসর খুব কম ৷"