নয়াদিল্লি, 9 অগস্ট: সংসদে আসছিলেন রাহুল গান্ধি ৷ 10 জনপথের বাড়ি থেকে বেরিয়েছিলেনি ৷ হঠাৎ রাস্তায় গাড়ি থামিয়ে দেন ৷ রাস্তার মধ্যে একটি স্কুটার পড়ে থাকতে দেখেন ৷ রাহুল গাড়ি থেকে নেমে ওই জায়গায় পৌঁছন ৷ সেখানে স্কুটারের পাশে একটি ব্যাগও পড়েছিল ৷ স্কুটারটি দেখে তিনি মনে করেন, হয়তো কোনও দুর্ঘটনা হয়েছে ৷ তাঁর দেহরক্ষীদের সাহায্যে স্কুটারটি তুলে দাঁড় করিয়ে দেন ৷ ব্যাগটিও তুলে স্কুটারের মধ্যে রাখেন ৷ কর্তব্যরত পুলিশ তাঁকে দেখে সেখানে ছুটে আসেন ৷ স্কুটার চালককেও ঘটনাস্থলে দেখা যায় ৷
রাহুল জিজ্ঞেস করেন, "কী হয়েছে ?" পুলিশ, স্কুটার চালকদের সঙ্গে কথা বলে বিষয়টি জানে ৷ ফিরে আসার আগে স্কুটার চালকের সঙ্গে হাত মেলান প্রাক্তন কংগ্রেস সভাপতি ৷ তারপর গাড়িতে উঠে সংসদের উদ্দেশ্যে যাত্রা করেন তিনি ৷ নির্ধারিত সময়ে সংসদে পৌঁছন রাহুল ৷ সে সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কোনও সাড়া দেননি ৷ পিছু ফিরেও তাকাননি ৷ এদিকে ওই স্কুটার চালক হেলমেট পরে নেন ৷ স্কুটারটি চালু করার সময় সাংবাদিকরা তাঁকে ঘিরে ধরেন ৷ ওই স্কুটার চালকের কাছে তাঁর নাম জানতে চান সাংবাদিকরা। কিন্তু কোনও প্রশ্নের উত্তর না-দিয়ে গাড়ি নিয়ে চলে যান ৷