নয়াদিল্লি, 29 জুলাই: দীর্ঘ টানাপোড়েনের পর 'রাষ্ট্রপত্নী' বিতর্কে ক্ষমা চাইলেন লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরি ৷ সদ্য নির্বাচিত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে 'রাষ্ট্রপত্নী' বলে অভিহিত করে বিতর্কে জড়ান বহরমপুরের সাংসদ (Cong MP sparked controversy) ৷ এরপরই বিজেপির তরফে কংগ্রেসকে আক্রমণ করা হয় ৷ কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি থেকে শুরু করে অনেকেই সরব হন এই প্রসঙ্গে ৷ প্রথমটায় ক্ষমা চাইতে রাজি হননি অধীর ৷ কিন্তু পরে চাপ বাড়তে থাকায় শেষমেশ চিঠি লিখে রাষ্ট্রপতির থেকে ক্ষমা চেয়ে নিলেন অধীর ৷
সংক্ষিপ্ত চিঠিতে তিনি লিখেছেন, ভুলবশত এই মন্তব্য করে ফেলেছেন ৷ মুখ ফসকেই তিনি রাষ্ট্রপতির জায়গায় 'রাষ্ট্রপত্নী' বলে ফেলেছেন ৷ এমনই দাবি করেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি ৷ এখন ক্ষমা চাইলেও প্রথমে একদম ভিন্ন অবস্থান ছিল অধীরের ৷ সে সময় তিনি বলেছিলেন তাঁর মনে হয় না কোনও অপরাধ করেছেন তাই ক্ষমা চাওয়ার প্রশ্ন নেই ৷ পরে কিছুটা অবস্থান বদল করেন তিনি ৷ তিনি জানান, তাঁর মন্তব্যে রাষ্ট্রপতি যদি আহত হয়ে থাকেন তাহলে তিনি ক্ষমাপ্রার্থী ৷ কিন্তু তাতেও বিতর্ক থামেনি ৷ আর তাই শেষমেশ চিঠি লিখে ক্ষমা চাইলেন অধীর ৷