জব্বলপুর, 12 নভেম্বর :বিধায়কের নাবালক ছেলের অস্বাভাবিক মৃত্যু ৷ বাড়ি থেকেই উদ্ধার হল 17 বছরের কিশোরের গুলিবিদ্ধ দেহ ৷ পুলিশের প্রাথমিক অনুমান, সে আত্মহত্যা করেছে ৷ নিহত কিশোরের নাম বৈভব যাদব (Vaibhav Yadav) ৷ তার বাবা সঞ্জয় যাদব (Sanjay Yadav) কংগ্রেসের বিধায়ক ৷ মধ্যপ্রদেশের জব্বলপুর জেলার বাগি বিধানসভা কেন্দ্র থেকে ভোটে লড়ে জয়ী হয়েছিলেন সঞ্জয় ৷
আরও পড়ুন :Karnataka Suicide : চার বছরের মেয়েকে নিয়ে নদীতে মরণঝাঁপ মায়ের, পালিয়ে বাঁচল বাকি দুই মেয়ে
পুলিশ সূত্রে দাবি করা হয়েছে, বৃহস্পতিবার বিকেল চারটে নাগাদ আত্মঘাতী হয় বৈভব ৷ ঘটনাটি ঘটে তাদের গোরক্ষপুরের বাড়িতে ৷ সঞ্জয় যাদবের লাইসেন্সপ্রাপ্ত রিভলবারের গুলিতেই নিজেকে শেষ করে দেয় বৈভব ৷ ঘটনাস্থল থেকে একটি চিঠিও উদ্ধার হয়েছে ৷ যা বৈভবের সুইসাইড নোট বলেই মনে করছে পুলিশ ৷ তাতে নিজের মৃত্যুর জন্য কাউকেই দায়ী করেনি ওই কিশোর ৷