পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Nuh Violence Update: নুহের গোষ্ঠী সংঘর্ষ, গভীর রাতে গ্রেফতার কংগ্রেস বিধায়ক মামন খান - Nuh violence Mamman Khan arrest news

দিন কয়েক আগে হরিয়নার নুহে একাধিক সংঘর্ষের ঘটনা ঘটেছিল। অশান্তির আগুন ছড়িয়েছিল রাজ্যের বিভিন্ন জায়গায়। এবার এই ঘটনায় কংগ্রেস বিধায়ক মামন খানকে গ্রেফতার করা হল। তাঁর বিরুদ্ধে হিংসায় মদত দেওয়ার অভিযোগ উঠেছে ৷

ETV Bharat
কংগ্রেস বিধায়ক মামন খানের বিরুদ্ধে নুহের সংঘর্ষে জড়িত থাকার অভিযোগ

By ETV Bharat Bangla Team

Published : Sep 15, 2023, 9:28 AM IST

Updated : Sep 15, 2023, 12:05 PM IST

নুহ (হরিয়ানা), 15 সেপ্টেম্বর: নুহের হিংসার ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার কংগ্রেস ফিরোজপুর ঝিরকার বিধায়ক মামন খান ৷ শুক্রবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, হরিয়ানার নুহে সংঘর্ষের ঘটনায় মদত জোগানোর অভিযোগ রয়েছে এই কংগ্রেস বিধায়কের বিরুদ্ধে ৷ তাঁকে বৃহস্পতিবার গভীর রাতে গ্রেফতার করা হয় ৷

সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, স্থানীয় ডিএসপি সতীশ কুমার কংগ্রেস বিধায়কের গ্রেফতারির খবরটি নিশ্চিত করেছেন ৷ তাঁর নেতৃত্বে গঠিত বিশেষ তদন্তকারী দল বা সিট নুহে সংঘর্ষের ঘটনার তদন্ত করছে ৷ নুহের প্রবীণ কংগ্রেস বিধায়ক আফতাব আহমেদও মামন খানের গ্রেফতারির খবরটি নিশ্চিত করেছেন ৷ হরিয়ানা বিধানসভায় কংগ্রেস পরিষদীয় উপ-নেতা বলেন,"পুলিশ আমাদের জানিয়েছে তাঁকে গ্রেফতার করা হয়েছে ৷" আগেই হরিয়ানার নুহে হিংসার ঘটনায় মামন খানের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয় ৷

আরও পড়ুন: নুহ হিংসায় কংগ্রেস বিধায়ককে জিজ্ঞাসাবাদ, গ্রেফতার আরও 14 জন

এফআইআর দায়ের হওয়ার পর মামন খান পুলিশি গ্রেফতারি এড়াতে আদালতের দ্বারস্থ হন ৷ পুলিশ যেন তাঁর বিরুদ্ধে কোনও কঠোর ব্যবস্থা না-নিতে পারে তার জন্য আবেদন জানিয়েছিলেন কংগ্রেস নেতা ৷ 14 সেপ্টেম্বর হরিয়ানা সরকার আদালতে জানায়, পুলিশের কাছে কংগ্রেস বিধায়ক মামন খানের নুহ সংঘর্ষে মদত জোগানোর সপক্ষে ফোন রেকর্ডিং আছে ৷ এছাড়া আরও প্রমাণ রয়েছে ৷ এরপর আদালত তাঁর আবেদন খারিজ করে দেয় ৷ মামন খানকে নিম্ন আদালতে আবেদন করতে বলা হয় ৷

বৃহস্পতিবার রাতে নাগিনা থানা এলাকা-সহ বিভিন্ন জায়গায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে ৷ বিজেপি শাসিত হরিয়ানার স্বরাষ্ট্রমন্ত্রী অনিল ভিজ-সহ বহু বিজেপি নেতাই মামন খানের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন ৷ তাঁদের দাবি, মামন হিংসার ঘটনায় মদত জুগিয়েছেন ৷ গত 31 জুলাই হরিয়ানার নুহতে একটি মিছিলকে ঘিরে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে ৷ এর ফলে একের পর এক গাড়ি জ্বালিয়ে দেওয়া হয় ৷ মৃত্যু হয় কমপক্ষে ছ'জনের ৷ এই ঘটনার তদন্ত করছে বিশেষ তদন্তকারী দল বা এসআইটি ৷ তদন্তকারী আধিকারিকরা কংগ্রেস বিধায়ক মাম্মানকে এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে দু-দু'বার নোটিশ পাঠিয়েছেন ৷

আরও পড়ুন: 13 দিন পর ইন্টারনেট পরিষেবা চালু হল হিংসা বিধ্বস্ত নুহতে

তবে কংগ্রেস বিধায়ক শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা দেননি ৷ এরপরই মামন খান হাইকোর্টে এই মামলাটি সিটের কাছ থেকে অন্যত্র স্থানান্তর করার আবেদন জানান ৷ এছাড়াও তিনি পুলিশি গ্রেফতারি এড়াতে রক্ষাকবচের জন্য আবেদন জানিয়েছিলেন ৷ তবে 14 সেপ্টেম্বর আদালত তাঁর আবেদন খারিজ করে দেয় ৷ মাম্মান খানকে নিম্ন আদালতের দ্বারস্থ হতে বলা হয় ৷ এরপরই তাঁকে গ্রেফতার করা হয়। এর আগে এই ঘটনায় বিট্টি বজরঙ্গিকে গ্রেফতার করেছিল পুলিশ ৷ তবে তিনি এখন জামিনে মুক্ত ৷

Last Updated : Sep 15, 2023, 12:05 PM IST

ABOUT THE AUTHOR

...view details