পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Mallikarjun Kharge: মায়াবতীর ভোট কাটতে 2024-এ উত্তরপ্রদেশে খাড়গেকে প্রার্থী করতে পারে কংগ্রেস - Mallikarjun Kharge in 2024 Lok Sabha polls

Mallikarjun Kharge in 2024 Lok Sabha polls: মায়াবতীর থেকে এসসি ভোট নিজেদের দিকে টানতে উত্তরপ্রদেশের কোনও সংরক্ষিত আসন থেকে মল্লিকার্জুন খাড়গেকে প্রার্থী করতে পারে কংগ্রেস ৷ এ ব্যাপারে কী বলছেন সপা নেতা রাজারাম পাল ? ইটিভি ভারতের অমিত অগ্নিহোত্রীর প্রতিবেদন ৷

Mallikarjun Kharge
মল্লিকার্জুন খাড়গে

By ETV Bharat Bangla Team

Published : Sep 13, 2023, 5:35 PM IST

নয়াদিল্লি, 13 সেপ্টেম্বর:2024 সালের লোকসভা নির্বাচনে দলিত ভোট টানতে দলের প্রধান মল্লিকার্জুন খাড়গের উপর বাজি ধরছে কংগ্রেস ৷ আর সেই জন্যই উত্তরপ্রদেশের একটি সংরক্ষিত সংসদীয় আসন থেকে তাঁকে প্রার্থী করার পরিকল্পনা করা হচ্ছে বলে খবর ৷ দলের অভ্যন্তরীণ সূত্রের মতে, দলিত নেতা খাড়গেকে ওই রাজ্যের পশ্চিম (ইটাওয়া) বা পূর্ব (বরাবাঙ্কি) অংশ থেকে একটি নিরাপদ আসনে প্রার্থী করা হতে পারে ।

দলের কুশলীদের মতে, উত্তরপ্রদেশের তফশিলি জাতির ভোটারদের কাছে একটি শক্তিশালী বার্তা পাঠাতে সাহায্য করতে পারে কংগ্রেসের এই পদক্ষেপ ৷ কয়েক দশক ধরে বহুজন সমাজ পার্টি (বিএসপি) প্রধান মায়াবতীর দিকে সমর্থন দিয়ে আসছেন এসসি-র ভোটাররা ৷

উত্তরপ্রদেশে বিএসপি সমর্থকদের নিজেদের দিকে টানতে দলীয় প্রধানকে প্রার্থী করতে চাইছে কংগ্রেস ৷ বিরোধী জোট ইন্ডিয়ায় যোগ দিতে অনিচ্ছুক মায়াবতী 2024 সালের লোকসভা নির্বাচনে খুব বেশি যাতে প্রভাব ফেলতে না পারেন, সে জন্যই এই পদক্ষেপ ৷ ইন্ডিয়া জোটের ব্যানারে উত্তরপ্রদেশে কংগ্রেস, সমাজবাদী পার্টি এবং রাষ্ট্রীয় লোক দল (আরএলডি) একত্রিত হওয়ায়, জোটের সমর্থনে খাড়গের পক্ষে অতিরিক্ত ভোট যাওয়ার আশা করা হচ্ছে ৷

শীর্ষ সমাজবাদী পার্টি নেতা রাজারাম পাল ইটিভি ভারতকে বলেন, "যদি কংগ্রেস (মল্লিকার্জুন) খাড়গেজিকে প্রার্থী করে, তবে এটি শুধু রাজ্যে নয়, বাইরেও বিএসপি সমর্থকদের জন্য একটি শক্তিশালী বার্তা হবে । সর্বোপরি তিনি সারা দেশে সম্মানিত । রাজনীতিতে মেসেজিং খুবই গুরুত্বপূর্ণ ৷"

কংগ্রেসে কয়েক দশক কাটিয়ে 2022 সালে এসপি-তে যোগদান করেছিলেন রাজারাম পাল ৷ তিনি আরও বলেন যে, 2024 সালের জাতীয় নির্বাচন প্রধানমন্ত্রী বাছাই করা নয়, সংবিধান বাঁচানোর বিষয় । তাঁর কথায়, "আমি গ্রামে মানুষের সঙ্গে দেখা করি । আমি দেখতে পাচ্ছি যে, প্রধানমন্ত্রী নির্বাচন করার থেকে এ বার সংবিধান রক্ষা করার জন্য তাদের মধ্যে অনেক বেশি সচেতনতা তৈরি হয়েছে ৷"

আরও পড়ুন:জি20-তে আমন্ত্রিত নন বিরোধী নেতারা, ক্ষোভ উগড়ে দিলেন রাহুল

তাঁর মতে, ইউপিতে আসন ভাগাভাগি চূড়ান্ত করতে বিরোধী জোটের শরিকদের মধ্যে কোনও ঝামেলা থাকবে না ৷ কংগ্রেস, এসপি এবং আরএলডি একসঙ্গে রাজ্যের 80টি লোকসভা আসনের বেশিরভাগই জিতবে বলেও দাবি করেন সপা নেতা ৷ তাঁর কথায়, "এসপি রাজ্যের প্রধান বিরোধী দল এবং ভারতীয় জনতা পার্টিকে (বিজেপি) পরাজিত করার জন্য তারা চেষ্টা করছে । কংগ্রেস যতগুলি আসন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী, আমরা ততগুলি আসন দেব । যেখানেই প্রয়োজন, আমরা কংগ্রেস প্রার্থীদের জয়ী করতে সাহায্য করব ৷"

কংগ্রেস একজন দলিতকে নির্বাচিত করেছে যিনি গত বছর শীর্ষ পদে উঠে এসেছেন । তারপর থেকে, কংগ্রেস তাঁর ঐতিহ্যবাহী দলিত ভোটারদের পুনরুদ্ধারের দিকে মনোনিবেশ করছে এবং সারা দেশে সংরক্ষিত সংসদীয় আসনগুলিতে একটি বিশেষ নেতৃত্ব উন্নয়ন কর্মসূচি চালু করেছে ।

ABOUT THE AUTHOR

...view details