নয়াদিল্লি, 12 জুলাই : রাহুল গান্ধির শাস্তি বহাল রাখার প্রতিবাদে মৌন সত্যাগ্রহ কংগ্রেসের । বুধবার থেকে দেশের বিভিন্ন রাজ্যের রাজধানীতে মৌন সত্যাগ্রহ পালন করবেন কংগ্রেস নেতারা। নির্ধারিত দিনে এই কর্মসূচি শুরু হলেও, অতিবৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল প্রদেশ-সহ মোট চার রাজ্যে মৌন সত্যাগ্রহ স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে 16 জুলাই ওই চার রাজ্যে মৌন সত্যাগ্রহ পালন করা হবে বলে ঠিক হয়েছে ।
'মোদি পদবি' নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে দোষী সাব্যস্ত হয়েছেন রাহুল গান্ধি । শাস্তি হিসেবে 2 বছরের কারাদণ্ড দেওয়ার ফলে সাংসদ পদ হারিয়েছেন রাহুল । আদালতের এই রায়ের প্রতিবাদে প্রথম থেকেই ময়দানে নামে কংগ্রেস । কিন্তু বড় ধাক্কা আসে 7 জুলাই । সুরাতের ম্যাজিস্ট্রেট কোর্টের রায়কে প্রথমে জেলা আদালত, পরে হাইকোর্টে চ্যালেঞ্জ করেন রাহুল । 7 জুলাই হাইকোর্ট সাফ জানায় নিম্ন আদালতের রায় 'বৈধ'। সুতরাং, রাহুলকে খালি হাতেই ফিরতে হয় । গোটা বিষয়টিকে বিজেপির 'নোংরা রাজনীতি' বলে কটাক্ষ কংগ্রেসের । প্রতিবাদে বুধবার মৌন সত্যাগ্রহে নামল হাত শিবির ।