পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Congress Agitation over Rahul: দোষী রাহুল গান্ধি! রাজধানীতে আজ কংগ্রেসের গণবিক্ষোভ - Rahul Gandhi Latest News

2019 সালের লোকসভা নির্বাচনের আগে একটি জনসভায় করা মন্তব্যের ফলে বৃহস্পতিবার রাহুলকে দোষী সাব্যস্ত করে সুরাতের আদালত ৷ এর প্রতিবাদে শুক্রবার পার্লামেন্ট হাউজ থেকে বিজয় চৌক পর্যন্ত মিছিল করবে কংগ্রেস (Congress mass agitation over Rahul Gandhi conviction) ৷

Rahul Gandhi
রাহুল গান্ধি

By

Published : Mar 24, 2023, 9:44 AM IST

Updated : Mar 24, 2023, 12:17 PM IST

নয়াদিল্লি, 24 মার্চ: দোষী সাব্যস্ত করা হয়েছে রাহুল গান্ধিকে ৷ বৃহস্পতিবার সকালে গুজরাতের সুরাতে জেলা দায়রা আদালত মানহানির মামলায় কংগ্রেস নেতাকে 2 বছরের সাজার নির্দেশ দেয় ৷ তারপরই তিনি সুরাতের ওই আদালতটি থেকে জামিন পেয়ে যান ৷ এর প্রতিবাদে আজ কংগ্রেস নেতা-সদস্যরা পথে নামবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন ৷ পাশপাশি তাঁরা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গেও দেখা করবেন বলে জানা গিয়েছে (Congress to meet President Droupadi Murmu over Rahul Gandhi Conviction Issue) ৷ এদিকে সংসদ ভবনে কংগ্রেস সাংসদদের সঙ্গে বৈঠকও করেন রাহুল ।

2019 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পদবি নিয়ে মন্তব্যের জেরে বিতর্ক তৈরি হয় ৷ রাহুলের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন গুজরাতের বিজেপি বিধায়ক ৷ সেই মামলায় আদালত রাহুল গান্ধিকে দোষী সাব্যস্ত করে ৷ এর প্রতিবাদে বৃহস্পতিবার থেকেই দেশজুড়ে বিক্ষোভে নেমেছে কংগ্রেস ৷ এমনকী দলের পক্ষ থেকে জানানো হয়েছে, আইনি পথেই এর জবাব দেওয়া হবে ৷ শুধু তাই নয়, কংগ্রেস রাহুল গান্ধির বিরুদ্ধে এই মানহানির মামলাটি রাজনৈতিক দিক থেকেও লড়বে কংগ্রেস ৷

আদালতের এই রায় ঘোষণার পরপরই কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে (Congress President Mallikarjun Kharge) দলের শীর্ষ নেতা ও সাংসদদের নিয়ে একটি বৈঠক করেন ৷ সেখানেই ঠিক করা হয়, শুক্রবার বিজয় চকে প্রতিবাদ করবে কংগ্রেস ৷ দলের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ জানান, আজ সকালে অন্য বিরোধী দলগুলির সঙ্গেও তাঁরা বৈঠক করবেন ৷ পার্লামেন্ট হাউজ থেকে বিজয় চক পর্যন্ত একটি প্রতিবাদ মিছিল হবে ৷

জানা গিয়েছে, অন্য বিরোধী দলগুলিও শুক্রবার বিকেলে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করার জন্য সময় চেয়েছেন ৷ সেখানে বিষয়টি উত্থাপন করা হবে ৷ জয়রাম রমেশ জানিয়েছেন, প্রায় দু'ঘণ্টা ধরে রাহুল গান্ধির বিষয়ে মল্লিকার্জুন খাড়গের বাড়িতে বৈঠক হয় ৷ কংগ্রেস সভাপতি সব রাজ্যের প্রদেশ কংগ্রেস সভাপতি এবং পরিষদীয় দলনেতাদের সঙ্গে আলোচনা করে রাজ্যে রাজ্যে বিক্ষোভের পরিকল্পনা করবেন বলে ঠিক হয়েছে ৷ তিনি বলেন, "আগামী সোমবার আমরা দিল্লিতে বিক্ষোভ দেখাব এবং অন্য সব রাজ্যগুলিতেও তা হবে ৷ এটা শুধুমাত্র একটা আইনি বিষয় নয়, এর সঙ্গে দেশের গণতন্ত্রের ভবিষ্যৎও জড়িয়ে আছে ৷ মোদি সরকারে প্রতিহিংসা, হুমকি এবং ত্রাসের আরেকটি বড় উদাহরণ এই ঘটনা ৷ আমরা আইনি পথেও এর বিরুদ্ধে লড়ব, আবার রাজনৈতিক দিক দিয়েও মোকাবিলা করব ৷ আমরা মাথা নত করব না ৷ এটাকে একটি বড়ো রাজনৈতিক ইস্যুতে পরিণত করব ৷"

আরও পড়ুন: দু’বছরের কারাদণ্ডের জেরে রাহুলের সাংসদপদ বাতিলের আশঙ্কা

Last Updated : Mar 24, 2023, 12:17 PM IST

ABOUT THE AUTHOR

...view details