জয়পুর, 27 সেপ্টেম্বর: রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলতের সভাপতি পদে প্রার্থী হওয়া ঘিরে তুলকালাম রাজস্থানে ৷ গতকালই কংগ্রেস নেতা অজয় মাকেন এবং মল্লিকার্জুন খাড়গে দিল্লি ফিরে এসেছেন ৷ আজ দুপুর 12টার মধ্যে রাজস্থানের সাম্প্রতিক রাজনৈতিক সংকট নিয়ে কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধির কাছে রিপোর্ট দেবেন তাঁরা ৷ মুখ্যমন্ত্রী গেহলত কংগ্রেস সভাপতি নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য রাজি হয়েছিলেন আগেই ৷ কিন্তু গত কয়েকদিনে তাঁর অনুগামী কংগ্রেস বিধায়করা যে ভূমিকা পালন করেছেন তাতে ক্ষুব্ধ দলের শীর্ষনেতারা । স্বভাবতই প্রশ্নের মুখে পড়েছে গেহলতেপর ভূমিকাও ।
এদিকে যদি গেহলত কংগ্রেসের পরবর্তী সভাপতি হন, তাহলে রাজস্থানের মুখ্যমন্ত্রী কে হবেন, রিপোর্টে তাও জানাবেন দুই প্রবীণ নেতা মাকেন ও খাড়গে ৷ সোমবারই তাঁরা সোনিয়া গান্ধিকে সংক্ষিপ্ত বিবরণ দিয়েছেন (Congress Leaders Ajay Maken, Mallikarjun Kharge to submit written report to Sonia Gandhi today on Rajasthan Political Crisis) ৷ আজ বিস্তারিত রিপোর্ট দেবেন । তাছাড়া কংগ্রেস বিধা