উদুপি (কর্ণাটক), 7 জানুয়ারি: কংগ্রেসের (Congress) অন্দরে জঙ্গিযোগ ! কংগ্রেস নেতার ছেলেকে জঙ্গি সন্দেহে গ্রেফতার করল এনআইএ (NIA) ৷ গত বৃহস্পতিবার রিশান নামে ওই যুবককে গ্রেফতার করা হয় ৷ ঘটনাটি ঘটেছে কর্ণাটকের (Karnataka) উদুপিতে ৷ অভিযুক্ত রিশানের বাবার নাম তাজুদ্দিন ৷ উদুপির ব্রহ্মাবর ব্লকের কংগ্রেসের সাধারণ সম্পাদক ৷
গত বৃহস্পতিবার কর্ণাটকের একাধিক জায়গায় তল্লাশি চালায় এনআইএ ৷ কর্ণাটকে আইসিস নেটওয়ার্ক (ISIS Network) সম্পর্কিত একটি মামলা সংক্রান্ত বিষয়ে ওই তল্লাশি অভিযান হয় ৷ অভিযোগ, জঙ্গিদের মদত দিতে দক্ষিণ ভারতের ওই রাজ্যে একটি নেটওয়ার্ক তৈরি হয়েছে ৷ সেই নেটওয়ার্কের নেপথ্যে কারা, তার হদিশ পেতেই এই অভিযান চলছে ৷ সেই তল্লাশি অভিযানে ছ’জনকে গ্রেফতার করে জাতীয় তদন্তকারী সংস্থা ৷ সেই তালিকায় নাম রয়েছে রিশানের ৷
কর্ণাটকে আগামী মে মাসে বিধানসভা নির্বাচন হওয়ার কথা (Karnataka Assembly Elections 2023) ৷ সেখানে এখন ক্ষমতায় বিজেপি (BJP) ৷ তবে তাঁদের মূল প্রতিপক্ষ কংগ্রেস ৷ তাই এই খবর সামনে আসতে সেখানে রাজনৈতিক উত্তাপ বৃদ্ধি পেতে শুরু করেছে ৷ স্বাভাবিক ভাবেই এই নিয়ে কংগ্রেসকে কটাক্ষ করেছেন উদুপির বিধায়ক বিজেপির রঘুপতি ভাট ৷
তিনি বলেন, "তাকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে এবং তদন্ত চলছে । তদন্তে উদ্বেগজনক তথ্য বেরিয়ে আসছে । আমি সরকার এবং এনআইএকে তদন্ত জোরদার করার দাবি জানাচ্ছি । বিশেষ করে উপকূলীয় অঞ্চলে, যেখানে এই ধরনের বহু ব্যক্তিকে সন্ত্রাস সংক্রান্ত কার্যকলাপে জড়িত থাকার সন্দেহ রয়েছে ।"
এখানেই না থেমে তিনি আরও বলেন, "আমি কংগ্রেস দলকে প্রশ্ন করতে চাই, তাজউদ্দীন একজন সাধারণ কর্মী নন । তিনি ব্লক কংগ্রেসের সাধারণ সম্পাদক । তিনি দলীয় কর্মকাণ্ডে সামনের সারিতে থাকেন ৷ তিনি বিরোধী নেতা সিদ্দারামাইয়া, শিবকুমারের খুব ঘনিষ্ঠ ৷ তিনি উল্লালের বিধায়ক কংগ্রেসের ইউটি খাদারের খুব কাছের ।’’ তাঁর সংযোজন, "কংগ্রেস পার্টিকে দায়িত্ব নিতে হবে, যখন পার্টির একজন পদাধিকারীর ছেলে সন্ত্রাসের মামলায় ধরা পড়ে ।"
এছাড়া তিনি প্রশ্ন তুলেছেন, সম্পাদকের পদ থেকে তাজুদ্দিনকে সরিয়ে দেবে কংগ্রেস ৷ একই সঙ্গে বলেছেন, ‘‘আমি কংগ্রেস নেতাদের সঙ্গে একটি ছবি প্রকাশ করেছি । রিশানের পরিবারেরও তদন্ত হওয়া উচিত । রিশানের মা সরকারি কলেজের লেকচারার । তাঁর বিরুদ্ধে লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে শিক্ষামন্ত্রী নাগেশের কাছে । কলেজের বিরুদ্ধে বক্তব্যের অডিয়ো মন্ত্রীকে দেওয়া হয়েছে ৷’’
আরও পড়ুন:জঙ্গি সন্দেহে ভোপাল থেকে গ্রেফতার দুই ব্যক্তি, এসটিএফ-এর অভিযানে সাফল্য