নয়াদিল্লি, 27 অগস্ট: বক্সি রিংয়ে কংগ্রেস সাংসদ শশী থারুর (Shashi Tharoor)! আবার তিনি ক্রিকেটের মাঠেও ! এখানেই শেষ নয় ৷ কখনও তিনি নৃত্যের মঞ্চে ! আবার কখনও ধোপার ঘাটে ! শুনে অবাক লাগছে ? তাহলে একটু খোলসা করা যাক ৷ না, এত অবতারে ধরা দেননি শশী থারুর ৷ তাঁর একটি ছবিকে ফটোশপ করে তৈরি হয়েছে রকমারি মিম (Viral Memes)৷ সেই মিমের বন্যায় ভাসছে মাইক্রোব্লগিং সাইট টুইটার ৷
শনিবার শশী থারুর তাঁর একটি ছবি পোস্ট করেন টুইটারে ৷ সেই ছবিতে তাঁকে হলুদ রঙের কুর্তা, সাদা ধুতি ও গলায় সাদা উত্তরীয় পরে থাকতে দেখা যায় ৷ কেরালার একটি মন্দিরে ধর্মীয় আচার পালনের জন্য নারকেল ফাটাচ্ছিলেন তিনি ৷ সেই ছবি দিয়েই মুহূর্তে তৈরি হয়ে যায় রকমারি মিম ৷ তিরুবনন্তপুরমের সাংসদের (Thiruvananthapuram MP) সেই ছবিকেই নানা আজব বিষয় হিসেবে ব্যবহার করে মিম তৈরি হয় ৷
আরও পড়ুন:Amitabh Bachchan: অমিতাভের দেহরক্ষীর আয় 1.5 কোটি, বদলি করে তদন্ত শুরু
মিমগুলি উপভোগ করেছেন স্বয়ং শশীও ৷ তাঁকে নিয়ে তৈরি বিভিন্ন মিম থেকে পছন্দের মিমগুলি বেছেও নিয়েছেন তিনি ৷ একটি মিমে দেখানো হয়েছে, বক্সিং রিংয়ে এক বাহুবলী বক্সারকে ফেলে পেটাতে যাচ্ছেন শশী ৷ এটির কথা উল্লেখ করে শশী থারুর টুইটারে লিখেছেন, "ধর্মীয় আচার পালনে নারকেল ফাটানোর ছবি দিয়ে তৈরি নানা মিম এখন ইন্টারনেটে ঘুরছে ৷"
একটি ক্রিকেট ম্যাচে সুপারইম্পোজ করা তাঁর ছবি দেখে শশীর প্রতিক্রিয়া, "জানি না, কার স্বপ্নে এগুলি এসেছে ৷ তবে এগুলি দারুণ মজার ৷ এটা আমার পছন্দের যেগুলি তার মধ্যে অন্যতম ৷"
আরও পড়ুন:Sonu Sood : দিল্লি সরকারের প্রকল্প ‘দেশ কে মেন্টরস’-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর সোনু