জয়পুর, 21 নভেম্বর : রাজস্থান কংগ্রেসে (Rajasthan Congress) কি নতুন করে ফাটল তৈরি হয়েছে ? সেই প্রশ্ন আবার নতুন করে উঠতে শুরু করেছে ৷ কারণ, ওই রাজ্যের কংগ্রেস নেতা শচীন পাইলট জানিয়েছেন, দলে কোনও দ্বন্দ্ব নেই (Sachin Pilot on Rajasthan Congress) ৷
এর আগে শচীন পাইলটই রাজস্থানের অশোক গেহলটের (Ashok Gehlot) সরকারের বিরুদ্ধে সরব হয়েছিলেন ৷ দীর্ঘ টালবাহানার পর তাঁর ক্ষোভ কমাতে সক্ষম হয় কংগ্রেস (Congress) ৷ তারপর প্রকাশ্যে নতুন করে আর কোনও গোলমাল হয়নি সেখানে ৷ তাই হঠাৎ করে কেন তিনি দলের দ্বন্দ্বহীন অবস্থার কথা ব্যাখ্যা করতে গেলেন, সেটা নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে ৷
আরও পড়ুন :Ashok Gehlot Cabinet Resigned : রাজস্থানে গেহলত মন্ত্রিসভা থেকে পদত্যাগ সমস্ত মন্ত্রীর
এখানে উল্লেখ করা প্রয়োজন যে রাজস্থান সরকারে রদবদল করা হতে চলেছে ৷ আজই শপথ নেওয়ার কথা নতুন মন্ত্রীদের ৷ কিন্তু এই রদবদল নিয়ে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট ও শচীন পাইলট আলাদা করে দেখা করেন কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধির সঙ্গে ৷
তাই এই নিয়ে প্রশ্ন উঠছে যে তাহলে কি গেহলট ও পাইলটের মধ্যে নতুন করে দ্বন্দ্ব তৈরি হল ? শচীন যদিও বলছেন, ‘‘রাজস্থানে আমাদের মূল লড়াই বিজেপির বিরুদ্ধে ৷ কংগ্রেস যেভাবে বিজেপির বিরুদ্ধে প্রতিবাদ করেছে, তার ফলে নরেন্দ্র মোদিকে কৃষি আইন প্রত্যাহার করে নিতে হয়েছে ৷’’