নয়াদিল্লি, 4 জুন: ওড়িশার ট্রেন বিপর্যয়ে ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন 288 জন ৷ আহত ব্যক্তির সংখ্যা 900 ছাড়িয়েছে ৷ এর মধ্যে 56 জনের অবস্থা আশঙ্কাজনক ৷ শুক্রবার সন্ধ্যা 7.15 মিনিট নাগাদ ওড়িশার বালাসোরের বাহাঙ্গায় তিনটি আলাদা ট্রেনের বগিগুলির কোনওটি লাইনচ্যুত হয়েছে, কোনও বগি উলটে গিয়েছে ৷ এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রীকে 9টি প্রশ্ন করলেন অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা ৷ রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের পদত্যাগও চাইলেন তিনি ।
এই দুর্ঘটনাকে দেশের সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনা হিসেবে উল্লেখ করে তাঁর প্রথম প্রশ্ন, এর জন্য কে দায়ী ? দ্বিতীয়, প্রধানমন্ত্রী কথা অনুযায়ী শুধুই ঈশ্বরের কাছে প্রার্থনা করা উচিত নাকি সরকারের কাছ থেকে উত্তর চাওয়া উচিত ? তৃতীয় প্রশ্ন, মৃতের সংখ্যাগুলি কি কেবলমাত্র পরিসংখ্যান হয়েই থেকে যাবে নাকি দেশের সবচেয়ে দুর্ভাগ্যজনক ট্রেন দুর্ঘটনার জন্য কাউকে দায়ী করা হবে ? এর পাশাপাশি আরও বেশ কয়েকটি প্রশ্ন তুলে ধরে এই কংগ্রেস নেতা মোদি সরকার এবং রেলমন্ত্রীকে এই মর্মান্তিক ঘটনার জন্য দায়ী করেছেন ৷
আরও পড়ুন: ভুল লাইনে ঢুকেছিল করমণ্ডল এক্সপ্রেস, প্রাথমিক তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য
কংগ্রেসের প্রশ্ন, সংবাদমাধ্যমে প্রকাশিত প্রাথমিক রিপোর্ট অনুযায়ী সিগন্যালিং সিস্টেমের ভুলের জন্য ওড়িশার বালাসোরে এই ট্রেন দুর্ঘটনাটি ঘটেছে ৷ এবছরের ফেব্রুয়ারি মাসে দক্ষিণ-পশ্চিম রেলওয়ে জোনের চিফ অপারেটিং ম্যানেজার সিগন্যাল পদ্ধতির গোলমাল নিয়ে একটি লেখা লিখেছিলেন ৷ তার একটি অংশ তুলে ধরেন সুরজেওয়ালা ৷ উচ্চাধিকারিক তাঁর লেখায় সতর্ক করেছেন, এখনই এই সিগন্যাল রক্ষণাবেক্ষণ পদ্ধতি ভালো করে দেখে তার ভুলগুলি সংশোধন করা দরকার ৷ তা না করলে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে ৷ এবার সুরজেওয়ালার অভিযোগ, রেলকর্তা সতর্ক করে দেওয়ার পরও রেল মন্ত্রক এতটা অবহেলা করল কেন ?