পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

করোনা আক্রান্ত রণদীপ সিং সুরজেওয়ালা

রণদীপ সিং সুরজেওয়ালার পাশাপাশি, দ্বিগবিজয় সিং , শিরোমণি অকালি দলের নেত্রী হরসিমরত কউর বাদল করোনায় আক্রান্ত ৷ প্রত্যেকেই হোম কোয়ারানটিনে রয়েছেন ৷

করোনা আক্রান্ত রণদীপ সিং সুরজেওয়ালা
করোনা আক্রান্ত রণদীপ সিং সুরজেওয়ালা

By

Published : Apr 16, 2021, 11:08 AM IST

নয়াদিল্লি, 16 এপ্রিল : করোনা আক্রান্ত হলেন কংগ্রেস নেতা রণদীপ সিং সুরজেওয়ালা ৷ এদিন সকালে নিজেই টুইট করে জানিয়েছেন তিনি । আপাতত তিনি এখন হোম কোয়ারানটিনে রয়েছেন ।

টুইটে লেখেন,"গত পাঁচদিনে যারা আমার সংস্পর্শে এসেছেন , তাঁরা যেন নিভৃতবাসে থাকেন এবং উপযুক্ত করোনাবিধি মেনে চলেন ৷ " এদিকে, কংগ্রেসের আরও এক বর্ষীয়ান নেতা দ্বিগবিজয় সিং করোনা আক্রান্ত । তিনিও আজ সকালে নিজের টুইটার হ্যান্ডেলে আক্রান্ত হওয়ার খবর জানান । আপাতত তিনি দিল্লির বাসগৃহে থাকবেন বলে জানিয়েছেন ৷

আরও পড়ুন : সংক্রমণে মুম্বইকে ছাপিয়ে সবচেয়ে 'বিপজ্জনক' শহর দিল্লি

আজ করোনার উপসর্গ ধরা পড়েছে শিরোমণি অকালি দলের নেত্রী হরসিমরত কউর বাদলের শরীরেও ৷ আপাতত, তিনি হোম আইসোলেশনে রয়েছেন ৷ তাঁর সংস্পর্শে আসা বাকিদের দ্রুত টেস্টের আবেদন জানিয়েছেন তিনি ৷

ABOUT THE AUTHOR

...view details