নয়াদিল্লি, 16 এপ্রিল : করোনা আক্রান্ত হলেন কংগ্রেস নেতা রণদীপ সিং সুরজেওয়ালা ৷ এদিন সকালে নিজেই টুইট করে জানিয়েছেন তিনি । আপাতত তিনি এখন হোম কোয়ারানটিনে রয়েছেন ।
টুইটে লেখেন,"গত পাঁচদিনে যারা আমার সংস্পর্শে এসেছেন , তাঁরা যেন নিভৃতবাসে থাকেন এবং উপযুক্ত করোনাবিধি মেনে চলেন ৷ " এদিকে, কংগ্রেসের আরও এক বর্ষীয়ান নেতা দ্বিগবিজয় সিং করোনা আক্রান্ত । তিনিও আজ সকালে নিজের টুইটার হ্যান্ডেলে আক্রান্ত হওয়ার খবর জানান । আপাতত তিনি দিল্লির বাসগৃহে থাকবেন বলে জানিয়েছেন ৷