পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Homeless Rahul Gandhi: বাড়িহারা রাহুলকে নিজের বাড়ি দিলেন রাজকুমারী - নিজের বাড়ি তাঁকে দান করলেন রাজকুমারী গুপ্ত

দিল্লির 12 নম্বর তুঘলক লেনের বাড়িটি সাংসদ কোটায় রাহুল গান্ধি পেয়েছিলেন ৷ চিঠি দিয়ে বাড়ি ছেড়ে দেবেন বলে সংসদকে আশ্বস্ত করেন রাহুলও ৷ এর মাঝেই এবার নিজের বাড়ি কংগ্রেস নেতাকে দান করলেন দিল্লি মহিলা কংগ্রেস সেবাদলের সভানেত্রী রাজকুমারী গুপ্ত ৷

Etv Bharat
মহিলা কংগ্রেস সেবাদলের সভানেত্রী রাজকুমারী গুপ্ত

By

Published : Apr 2, 2023, 6:54 PM IST

নয়াদিল্লি, 2 এপ্রিল : সাংসদ পদ খারিজের পর সাংসদ বাংলো খালি করার নির্দেশ দেওয়া হয়েছিল রাহুল গান্ধিকে ৷ বাড়ি ছেড়ে দেবেন বলে জানান রাহুলও ৷ এরপরই নিজের বাড়ি তাঁকে দান করলেন দিল্লির মহিলা কংগ্রেস নেত্রী রাজকুমারী গুপ্ত ৷ পাশাপাশি মোদির বিরুদ্ধেও তোপ দাগেন তিনি ৷

দিল্লির 12 নম্বর তুঘলক লেনের বাড়িটি সাংসদ কোটায় রাহুল গান্ধি পেয়েছিলেন ৷ দীর্ঘদিন আমেঠির সাংসদ হিসাবে এবং পরবর্তীতে ওয়ানাডের সাংসদ হয়ে এই বাড়িতেই ছিলেন তিনি ৷ কিন্তু সম্প্রতি মানহানির মামলায় সুরাত আদালতে দু'বছরের সাজাপ্রাপ্ত হওয়ার পর লোকসভার তরফে তাঁকে চিঠি দিয়ে সাংসদের জন্য় নির্ধারিত বাড়ি ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয় ৷ এমনকি হাউসিং কমিটিকেও বিষয়টি জানানো হয় লোকসভার সচিবালয়ের তরফে ৷ পালটা চিঠি দিয়ে বাড়ি ছেড়ে দেবেন বলে সংসদকে আশ্বস্ত করেন রাহুলও ৷ এরপরই জল্পনা শুরু হয়েছিল, সাংসদের বাংলো ছেড়ে ফের 10 জনপথে সোনিয়া গান্ধির বাড়িতে যেতে পারেন রাহুল ৷

এর মাঝেই এবার নিজের বাড়ি কংগ্রেস নেতাকে দান করলেন দিল্লি মহিলা কংগ্রেস সেবাদলের সভানেত্রী রাজকুমারী গুপ্ত ৷ মঙ্গলপুরী এলাকায় তাঁর বাড়ি রাহুল গান্ধির নামে লিখে দিয়েছেন তিনি ৷ পাশাপাশি রাজকুমারী জানিয়েছেন, এই বাড়িটি তিনি পেয়েছিলেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির সময়ে। বাড়ি দেওয়ার পাশাপাশি এদিন প্রধানমন্ত্রী মোদিকে তীব্র কটাক্ষ করেছেন রাজকুমারী ৷ বাড়ির দানপত্র হাতে নিয়ে তিনি বলেন, "নরেন্দ্র মোদি রাহুল গান্ধিকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারেন, কিন্তু মানুষের হৃদয় থেকে তাঁকে সরাতে পারবেন না।"

আরও পড়ুন:কারাদণ্ড আটকাতে উচ্চ আদালতে রাহুল !

কংগ্রেস সেবাদলের তরফে জানানো হয়েছে, দিল্লির মঙ্গলপুরী এলাকার চারতলা বাড়ি রাহুল গান্ধির নামে করে দিয়েছেন সেবাদলের সভানেত্রী রাজকুমারী গুপ্ত। অন্য়দিকে সরকারি বাড়ি ছেড়ে দেওয়ার পর প্রয়োজনে রাহুল গান্ধি তাঁর বাড়িতে থাকতে পারেন বলে জানিয়েছিলেন সর্বভারতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তিনি নিজের সাংসদ কোটার বাংলোটি রাহুলের জন্য খালি করে দেবেন বলেও জানিয়েছিলেন খাড়গে ৷

ABOUT THE AUTHOR

...view details