নয়াদিল্লি, 8 নভেম্বর: নোটবন্দি (Demonetisation) নিয়ে আরও একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (PM Narendra Modi) নিশানা করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি (Congress Leader Rahul Gandhi) ৷ তাঁর দাবি, নোটবন্দি করে মোদি তাঁর ধনী বন্ধুদের ভারতীয় অর্থনীতিতে (Indian Economy) একচেটিয়া অধিকার দিতে চেয়েছিলেন ৷ 2016 সালে কেন্দ্রীয় সরকারের তরফে এই সিদ্ধান্তকে তিনি ‘পেপিএম’ বলে কটাক্ষ করেছেন ৷
প্রসঙ্গত, বিজেপির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে সরব হওয়ার সময় কংগ্রেস বারবার ‘পেসিএম’ ও ‘পেপিএম’ কটাক্ষ করে ৷ সেই প্রসঙ্গ টেনেই নোটবন্দি নিয়ে মোদির উদ্দেশ্যে ‘পেপিএম’ কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন রাহুল গান্ধি ৷ পাশাপাশি তাঁর দাবি, ছোট ও মাঝারি ব্যবসায়ীদের শেষ করে দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ৷
এখানে উল্লেখ করা প্রয়োজন, 2016 সালের 8 নভেম্বর রাত 8টায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিমুদ্রাকরণের ঘোষণা করেছিলেন ৷ তাঁর ঘোষণায় বাতিল হয়ে যায় 500 ও হাজার টাকার নোট ৷ কালো টাকা ও দুর্নীতিতে রাশটানতেই এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে তিনি তখন জানিয়েছিলেন ৷