পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Rahul Slams Modi: ছোট-মাঝারি ব্যবসায়ীদের শেষ করতেই নোটবন্দি করেন মোদি, অভিযোগ রাহুলের - কংগ্রেস নেতা রাহুল গান্ধি

2016 সালের 8 নভেম্বর নোটবন্দির ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) ৷ ওই সিদ্ধান্তের জেরে দেশের ছোট ও মাঝারি ব্যবসায়ীরা চূড়ান্ত ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে অভিযোগ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি (Congress Leader Rahul Gandhi) ৷

congress-leader-rahul-gandhi-slams-pm-narendra-modi-on-demonetisation-issue
Rahul Slams Modi: ছোট-মাঝারি ব্যবসায়ীদের শেষ করতেই নোটবন্দি করেন মোদি, অভিযোগ রাহুলের

By

Published : Nov 8, 2022, 5:49 PM IST

নয়াদিল্লি, 8 নভেম্বর: নোটবন্দি (Demonetisation) নিয়ে আরও একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (PM Narendra Modi) নিশানা করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি (Congress Leader Rahul Gandhi) ৷ তাঁর দাবি, নোটবন্দি করে মোদি তাঁর ধনী বন্ধুদের ভারতীয় অর্থনীতিতে (Indian Economy) একচেটিয়া অধিকার দিতে চেয়েছিলেন ৷ 2016 সালে কেন্দ্রীয় সরকারের তরফে এই সিদ্ধান্তকে তিনি ‘পেপিএম’ বলে কটাক্ষ করেছেন ৷

প্রসঙ্গত, বিজেপির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে সরব হওয়ার সময় কংগ্রেস বারবার ‘পেসিএম’ ও ‘পেপিএম’ কটাক্ষ করে ৷ সেই প্রসঙ্গ টেনেই নোটবন্দি নিয়ে মোদির উদ্দেশ্যে ‘পেপিএম’ কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন রাহুল গান্ধি ৷ পাশাপাশি তাঁর দাবি, ছোট ও মাঝারি ব্যবসায়ীদের শেষ করে দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, 2016 সালের 8 নভেম্বর রাত 8টায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিমুদ্রাকরণের ঘোষণা করেছিলেন ৷ তাঁর ঘোষণায় বাতিল হয়ে যায় 500 ও হাজার টাকার নোট ৷ কালো টাকা ও দুর্নীতিতে রাশটানতেই এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে তিনি তখন জানিয়েছিলেন ৷

এই নিয়ে শুরু থেকেই বিজেপির (BJP) বিরুদ্ধে সরব হয়েছে বিরোধীরা ৷ বিশেষ করে এই নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেই বারবার নিশানা করেছেন রাহুল গান্ধি ৷ তার পর প্রতি বছর 8 নভেম্বরই মোদির সমালোচনা করেন তিনি ৷ অন্যদিকে এদিন কংগ্রেসের তরফেও মঙ্গলবার নোটবন্দি নিয়ে বিজেপিকে আক্রমণ করা হয়েছে ৷ কংগ্রেসের দাবি, স্বাধীন ভারতে সবচেয়ে বড় সংগঠিত লুট ৷ এর জন্য সরকারের কাছ থেকে শ্বেতপত্র প্রকাশের দাবি জানিয়েছে রাহুল গান্ধির দাবি ৷

কংগ্রেস টুইট করেছে, 2016 সালে আজকের দিনে মোদি একতরফা ভাবে পাঁচশো ও হাজারের নোট বাতিল করে ৷ সরকার ভারতকে ডিজিটাল করার লক্ষ্যপূরণ করতে পারেনি ৷ ক্যাশলেস অর্থনীতি তৈরি করতে পারেনি ৷ কারণ, গত 21 অক্টোবর 30.88 লক্ষ টাকা নগদ রয়েছে ৷ যা গত 6 বছর আগের থেকে 72 শতাংশ বেশি ৷

আরও পড়ুন:দুয়ারে হিমাচল-গুজরাত নির্বাচন, ইলেক্টোরাল বন্ড বিক্রির ঘোষণা কেন্দ্রের

ABOUT THE AUTHOR

...view details