নয়াদিল্লি, 31 ডিসেম্বর: আরএসএস (RSS) ও বিজেপির (BJP) সঙ্গেই তাঁর মূল লড়াই ৷ আরএসএস ও বিজেপির বিরুদ্ধে প্রায় রোজই সমালোচনায় সরব হতে দেখা যায় তাঁকে ৷ অথচ 2022-এর শেষ দিনে এসে তিনি জানালেন, আরএসএস ও বিজেপিই তাঁর গুরু ৷
তিনি রাহুল গান্ধি (Rahul Gandhi) ৷ গত কয়েকমাস ধরে তিনি ব্যস্ত রয়েছেন ভারত জোড়ো যাত্রা (Bharat Jodo Yatra) নিয়ে ৷ সেই কর্মসূচির প্রথম পর্যায়ের শেষ হয়েছে গত শনিবার ৷ আপাতত কয়েকদিনের বিরতি চলছে দ্বিতীয় পর্যায় শুরু হওয়ার আগে ৷
তারই মাঝে শনিবার নয়াদিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন কেরালার ওয়েনাড়ের এই সাংসদ ৷ সেখানেই তিনি এই মন্তব্য করেন ৷ কংগ্রেসের (Congress) প্রাক্তন সর্বভারতীয় সভাপতির কথায়, তাঁর কী করা উচিত নয়, তা ক্রমাগত মনে করিয়ে দেয় আরএসএস ও বিজেপি ৷ তাই তিনি মনে করনে যে আরএসএস ও বিজেপিই তাঁর গুরু ৷
2024 সালে লোকসভা নির্বাচন (Lok Sabha Elections 2024) ৷ তার আগে বিজেপির বিরুদ্ধে কি বিরোধী রাজনৈতিক দলগুলি এক ছাতার তলায় আসতে পারবে ? ভারতীয় রাজনীতিতে গত কয়েক বছরে বারবার ফিরে এসেছে এই প্রশ্ন ৷ কিন্তু রাহুল গান্ধির দাবি, বিরোধী রাজনৈতিক নেতারা সবাই ঐক্যবদ্ধ হয়ে রয়েছেন ৷ কিন্তু প্রত্যেক রাজনৈতিক দলেরই কিছু ‘রাজনৈতিক বাধ্যবাধকতা’ রয়েছে ৷ আর সেটা তিনি বোঝেন ৷ বিজেপির বিকল্প মতকে তুলে ধরতে বিরোধীরা কার্যকরী সমন্বয় গড়ে তুলছেন বলেও তিনি দাবি করেছেন ৷ পাশাপাশি তাঁর আশ্বাস, পারষ্পরিক সম্মানের সঙ্গে যাতে বিরোধী রাজনৈতিক দলগুলি কাজ করতে পারে, সেই বিষয়টি কংগ্রেস সুনিশ্চিত করবে ৷