পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Rahul Gandhi : মানহানির মামলায় হাজিরা দিতে সুরাত আদালতে রাহুল গান্ধি - Defamation Case

2019 সালের লোকসভা নির্বাচন চলাকালীন মোদি পদবী নিয়ে একটি মন্তব্য করেন রাহুল গান্ধি ৷ সেই নিয়ে তাঁর বিরুদ্ধে মানহানির মামলা হয়৷ সেই মামলার শুনানিতে তিনি বৃহস্পতিবার সুরাতে পৌঁছেছেন ৷

congress leader rahul gandhi reaches surat court
Rahul Gandhi : মানহানির মামলায় হাজিরা দিতে সুরাত আদালতে রাহুল গান্ধি

By

Published : Jun 24, 2021, 2:40 PM IST

সুরাত (গুজরাত), 24 জুন : ‘মোদি পদবী’ (Modi Surname) নিয়ে একটি মন্তব্যের জেরে ফৌজদারি মানহানির (Defamation) মামলা হয়েছিল কংগ্রেস (Congress) সাংসদ রাহুল গান্ধির (Rahul Gandhi) বিরুদ্ধে ৷ সেই মামলায় বৃহস্পতিবার আদালতে হাজিরা দিলেন তিনি ৷ এদিন এর জন্য তিনি পৌঁছেছেন গুজরাতের (Gujrat) সুরাতে (Surat) ৷

প্রসঙ্গত, রাহুল গান্ধি এই মন্তব্যটি করেছিলেন 2019 সালের লোকসভা নির্বাচনের (Lokshabha Election 2019) প্রচার চলাকালীন ৷ ওই বছর 13 এপ্রিল তিনি কর্নাটকের (Karnataka) কোলারে একটি জনসভায় অংশ নেন ৷ সেখানে তিনি বলেন, ‘‘আমার একটা প্রশ্ন আছে ৷ কেন সব চোরেদের নামের সঙ্গে মোদি যুক্ত থাকে, তা সে নীরব মোদি (Nirav Modi) হোক, ললিত মোদি (Lalit Modi) হোক কিংবা নরেন্দ্র মোদি (Narendra Modi) ? আমরা জানি না যে এই ধরনের আরও কত মোদি বেরিয়ে আসবে ৷’’

আরও পড়ুন :Narendra Modi : জম্মু-কাশ্মীরের নেতাদের সঙ্গে আজ বৈঠকে প্রধানমন্ত্রী

আর এই নিয়েই মামলা হয় রাহুলের বিরুদ্ধে ৷ অভিযোগ ওঠে যে যাঁদের পদবী মোদি, তাঁদের সকলকেই অপমান করেছেন রাহুল গান্ধি ৷ এই নিয়ে ওই বছর 16 এপ্রিল সুরাতের বিধায়ক বিজেপির পূর্ণেশ মোদি রাহুলের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন ৷

সেই মামলাতেই এদিন সুরাতে হাজির হন কেরলের ওয়েনাড়ের এই সাংসদ ৷ আদালত সূত্রে খবর, তিনি এদিন চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এ এন ডাভের কাছে নিজের জবানবন্দি নথিভুক্ত করবেন ৷ এই মামলাতে আগেও একবার আদালতে হাজিরা দিয়েছেন রাহুল ৷ 2019 সালের 11 অক্টোবর তিনি হাজিরা দেন ৷ সেদিন তিনি দাবি করেছিলেন যে তিনি দোষী নন ৷ কংগ্রেস নেতা আহমেদ প্যাটেল এই প্রসঙ্গে জানিয়েছেন যে, আইন আইনের পথেই চলবে ৷

আরও পড়ুন :আর্থিক প্রতারণায় অভিযুক্ত তিন ব্যবসায়ীর 9371 কোটি টাকার সম্পত্তি পেল ব্যাঙ্ক

তবে এনিয়ে একটি নয়, রাহুল গান্ধির বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে ৷ বিহারে এক বিজেপি নেতা মনোজ মোদি মামলা করেন রাহুলের বিরুদ্ধে ৷ বিহারের তৎকালীন উপ-মুখ্যমন্ত্রী সুশীল মোদিও মামলা করেন এই নিয়ে ৷

এদিকে আগে থেকেই কংগ্রেসের অন্য নেতারা রাহুলের পাশে দাঁড়িয়েছেন ৷ তাঁদের দাবি, রাহুলের ওই মন্তব্যের উদ্দেশ্য ছিল শুধু নীরব মোদি ও ললিত মোদি ইস্যুতে নরেন্দ্র মোদির সমালোচনা করা ৷ তিনি মোদি পদবী আছে যাঁদের, তাঁদের প্রত্যেককে অপমান করতে চাননি ৷

আরও পড়ুন :শরদ পাওয়ারের বাড়িতে বাম-তৃণমূল সহ আট দলের বৈঠক, তবু তৃতীয় ফ্রন্টে রাখঢাক

কংগ্রেস নেতা শশীকান্ত গোহিলের দাবি, বিজেপিই (BJP) রাহুলের মন্তব্যের সঙ্গে মোদি সম্প্রদায়কে জড়িয়েছে ৷ এবং ওই সম্প্রদায়কে অপমান করেছে ৷ তাঁর মতে, গণতন্ত্রে যাঁরা ক্ষমতায় থাকেন, তাঁদের বিরোধীদের সমালোচনা সহ্য করতে হবে ৷

ABOUT THE AUTHOR

...view details