নয়াদিল্লি, 26 ডিসেম্বর:রাজধানী দিল্লিতে (Delhi) বাড়ছে শীত (temperature) । এরই মাঝে চলছে কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা ৷ কংগ্রেস নেতা রাহুল গান্ধিকে এদিন বীরভূমিতে সাদা টি-শার্ট ও প্যান্টে দেখা গিয়েছে ৷ সোমবার সকালে তিনি তাঁর বাবা এবং দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজিব গান্ধির (Rajiv Gandhi) সমাধিতে শ্রদ্ধা জানান । রাহুল এদিন মহাত্মা গান্ধি, প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু, ইন্দিরা গান্ধিকেও (Indira Gandhi) শ্রদ্ধা জানিয়েছেন ।
রাজঘাটে মহাত্মা গান্ধির সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি । এরপর শক্তিস্থলে গিয়ে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন । এছাড়াও তিনি শান্তিবনে পৌঁছে দেশের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর প্রতি শ্রদ্ধা জানান । প্রাক্তন প্রধানমন্ত্রী ও বিজেপি নেতা অটল বিহারী বাজপেয়ীর (Atal Bihari Vajpayee) সমাধিতে পৌঁছে তাঁকে শ্রদ্ধা জানান রাহুল ।
ভারত জোড়ো যাত্রা তামিলনাড়ুর কন্যাকুমারী থেকে শুরু হয়ে জম্মু ও কাশ্মীরের শ্রীনগরের দিকে অগ্রসর হচ্ছে । যে জায়গা থেকে যাত্রা চলছে তার অনেক জায়গায় তাপমাত্রা এখন এক ডিগ্রির কাছাকাছি রয়েছে । এই প্রবল ঠান্ডার সঙ্গে লড়ছেন কীভাবে? সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাহুল বলেন, "আমাকে জিজ্ঞাসা করা হচ্ছে কেন আমার ঠান্ডা লাগে না ? কিন্তু কৃষক, শ্রমিক, দরিদ্র শিশুদের এই প্রশ্নটি কেউ জিজ্ঞাসা করে না ।"
লালকেল্লার কাছে একটি সভায় ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, "আমি 2 হাজার 800 কিলোমিটার পথ হেঁটেছি ৷ কিন্তু আমি বিশ্বাস করি এটা কোনও বড় ব্যাপার নয় । কৃষকরাও এতটা পথ হাঁটেন ৷ যেমন কৃষক, কারখানার শ্রমিকরা সমগ্র ভারতে এটা করে বেড়ায় । কন্যাকুমারী থেকে যে যাত্রা শুরু হয়েছিল, আমি সাধারণ মানুষের মধ্যে কোনও বিদ্বেষ দেখিনি ৷ কিন্তু যখনই আমি একটি নিউজ চ্যানেল খুলি তখন আমি কেবল ঘৃণা এবং হিংসা দেখতে পাই ।"