নয়াদিল্লি, 23 জুলাই : পেগাসাস স্পাইওয়্যার (Pegasus Spyware)-কে নরেন্দ্র মোদি এবং অমিত শাহ ভারতের বিরুদ্ধে ব্য়বহার করেছেন ৷ আজ সংসদ ভবনের বাইরে গান্ধি মূর্তির সামনে অবস্থান বিক্ষোভ সামিল হয়ে এমনটাই অভিযোগ করলেন কংগ্রেস সাংসদ ৷ কার্যত দেশদ্রোহিতার অভিযোগ করলেন তিনি ৷ তাঁর অভিযোগ, দেশের সাধারণ মানুষ এবং বিভিন্ন প্রতিষ্ঠানের স্বাধীনতায় হস্তক্ষেপ করেছেন ৷ পেগাসাসকাণ্ডে সুপ্রিম কোর্টের নজরদারিতে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন রাহুল গান্ধি ৷ সেইসঙ্গে অমিত শাহের ইস্তফার দাবি তুলেছেন রাহুল গান্ধি ।
ইজরায়েলি স্পাইওয়্যার পেগাসাস বিতর্ক নিয়ে এবার নরেন্দ্র মোদি এবং অমিত শাহ’র বিরুদ্ধে কোমর বেঁধে নামলেন রাহুল গান্ধি ৷ আজ সংসদের বাইরে গান্ধি মূর্তির পাদদেশে বিরোধী দলের প্রতিবাদ বিক্ষোভে সামিল হন কংগ্রেস নেতা ৷ সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পেগাসাস নিয়ে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করেছেন রাহুল ৷ তিনি অভিযোগ করেছেন, ইজরায়েলের পেগাসাস সফ্টওয়্যারটি জঙ্গিদের বিরুদ্ধে হাতিয়ার হিসেবে ব্য়বহার করে ৷ সেখানে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী পেগাসাসকে রাজ্য সরকার এবং বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্য়বহার করেছেন ৷ তাঁর অভিযোগ সুপ্রিম কোর্টকেও এর বাইরে রাখেননি প্রধানমন্ত্রী ৷
অন্যদিকে, কেন্দ্রের তরফে পেগাসাস নিয়ে কোনও মন্তব্য করা হয়নি ৷ এমনকি ইজরায়েলের থেকে এই স্পাইওয়্যারটি কেন্দ্র কিনেছে কি না ? এ প্রশ্নের স্পষ্ট কোনও জবাব সরকারের তরফে দেওয়া হয়নি ৷ যা নিয়ে এদিন রাহুল বলেন, "একমাত্র কোনও দেশের সরকার ইজরায়েলের তৈরি এই সফ্টওয়্যারটি কিনতে পারে ৷ আর সেখানে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ ছাড়া এই স্পাইওয়্যার কখনই কেনা সম্ভব নয় ৷" শুধু তাই নয়, দেশের সাধারণ মানুষের ব্যক্তি স্বাধীনতাকে খর্ব করার অভিযোগ করেছেন রাহুল ৷