আগ্রা, 20 অক্টোবর : ফের পুলিশের হাতে আটক প্রিয়াঙ্কা গান্ধি ৷ ঘটনাস্থল এবার আগ্রা ৷ পুলিশি হেফাজতে মৃত আগ্রার বাসিন্দার পরিবারের সঙ্গে এদিন দেখা করতে যাচ্ছিলেন সোনিয়া-কন্যা ৷ লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়েতে টোল প্লাজায় এদিন প্রথমে প্রিয়াঙ্কার গাড়ি আটকায় পুলিশ ৷ মৃতের পরিবারের সঙ্গে দেখা করার ব্য়াপারে প্রিয়াঙ্কার আবেদন নাকচ করেন ঘটনাস্থলে উপস্থিত আগ্রার জেলাশাসক ৷
উল্লেখ্য, জগদীশপুরা পুলিশ স্টেশন থেকে 25 লক্ষ টাকা চুরির অভিযোগে অরুণ বাল্মিকী নামে আগ্রার এক বাসিন্দাকে গ্রেফতার করে পুলিশ ৷ কিন্তু জিজ্ঞাসাবাদের কারণে পুলিশি হেফাজতে থাকাকালীন ক্রমেই শারীরিক অবস্থার অবনতি হয় অভিযুক্তের ৷ পরবর্তীতে মৃত্যু হয় তাঁর ৷ পুলিশের বিরুদ্ধে অভিযোগ বন্দিদশায় অভিযুক্তকে পিটিয়ে হত্য়া করা হয়েছে ৷ ন্যায়বিচারের দাবিতে সরব হয়েছে অরুণ বাল্মিকীর পরিবার ৷
এদিন মৃত অরুণ বাল্মিকীর পরিবারের সদস্যদের সঙ্গেই দেখা করতে যাচ্ছিলেন প্রিয়াঙ্কা ৷ মাঝপথে পুলিশ তাঁকে আটক করায় সোশ্য়াল মিডিয়ায় ক্ষোভ উগরে দেন সোনিয়া-কন্যা ৷ চলতি মাসের শুরুতে লখিমপুর খেরির ঘটনায় তাঁকে প্রথমে গৃহবন্দি এবং পরে গ্রেফতারির ঘটনা উঠে আসে স্বাভাবিকভাবেই ৷