দেরাদুন, 2 ফেব্রুয়ারি : 2022-23 অর্থবর্ষে কেন্দ্রীয় বাজেটে গরিব, মধ্যবিত্ত ও কৃষকদের জন্য কিছু নেই ৷ এই বাজেটে শিল্পপতিদের জন্য অনেক প্যাকেজ রয়েছে ৷ ইটিভি ভারত-কে এক্সক্লুসিভ জানিয়েছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধি বঢরা (Priyanka Gandhi Exclusive Interview On Uttarakhand Elections) ৷ বুধবার তিনি উত্তরাখণ্ডের মাটিতে দাঁড়িয়ে এই কথা বলেন ৷
পাশাপাশি বাজেট নিয়ে কেন্দ্রের মোদি সরকারের কড়া সমালোচনা করেন ৷ বলেন, ‘‘বিজেপির মনোভাব এমনই ছিল ৷ ওদের নীতি হল কিছু হাতেগোনা শিল্পপতিকে সুবিধা পাইয়ে দেওয়া ৷ আর গরিব মানুষ ভগবানের ভরসায় থাকবেন ৷’’
উত্তরাখণ্ডে আগামী 14 ফেব্রুয়ারি বিধানসভা নির্বাচন (Uttarakhand Assembly Election 2022) ৷ সেই নির্বাচন উপলক্ষ্যে বুধবার উত্তরাখণ্ডে হাজির হয়েছিলেন প্রিয়াঙ্কা গান্ধি (Priyanka Gandhi Vadra) ৷ সেখানে তিনি কংগ্রেসের ‘উত্তরাখণ্ডী স্বভিমান প্রতিজ্ঞাপত্র’ প্রকাশ করেন (Congress Manifesto for Uttarakhand Election 2022) ৷ তার পর উত্তরাখণ্ডের মানুষের কাছে তাঁদের অধিকার আদায়ের জন্য ভোট দেওয়ার আবেদন করেন ৷ কংগ্রেস উত্তরাখণ্ডের মানুষের অধিকার আদায়ের জন্য পাশে থাকবে বলেও আশ্বাস দেন তিনি ৷ পরে ইটিভি ভারত-কে তিনি জানান যে কংগ্রেসের প্রতি মানুষের উৎসাহ দেখে তিনি খুশি ৷
হাতেগোনা শিল্পপতিদের সুবিধা দেওয়াই বিজেপির নীতি, কটাক্ষ প্রিয়াঙ্কার এছাড়া মহিলাদের কথাও তিনি বলেছেন (Priyanka Gandhi Vadra On Battleground Uttarakhand) ৷ তিনি জানিয়েছেন, উত্তরাখণ্ডে কংগ্রেসের সরকার এলে নারীর ক্ষমতায়নে পদক্ষেপ করা হবে ৷ সেই কারণেই তাঁদের ইস্তেহারে সরকারি চাকরিতে মহিলাদের 40 শতাংশ সংরক্ষণের কথা বলা হয়েছে ৷ পুলিশেও মহিলাদের জন্য 40 শতাংশ সংরক্ষণ করা হবে ৷ তাছাড়া সরকারি বাসে মহিলারা বিনামূল্যে যাতায়াত করতে পারবেন ৷
আরও পড়ুন :Opposition Reaction Over Budget 2022: স্যাঁতসেঁতে ছুঁচোবাজি-যোগফল শূন্য, বাজেটকে নানা উপমায় বিদ্ধ বিরোধীদের