পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Priyanka Slams PM Modi: প্রধানমন্ত্রী মোদিকে রাহুলকে দেখে শেখার পরামর্শ প্রিয়াঙ্কার - Mallikarjun Kharge

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমালোচনায় সরব হলেন কংগ্রেসের নেত্রী প্রিয়াঙ্কা গান্ধি বঢরা ৷ কর্ণাটকের একটি নির্বাচনী জনসভা থেকে রবিবার তিনি প্রধানমন্ত্রী নিশানা করেন ৷ মোদিকে রাহুলকে দেখে শেখার পরামর্শও দেন ৷

Priyanka Slams PM Modi
Priyanka Slams PM Modi

By

Published : May 1, 2023, 12:33 PM IST

জামখণ্ডি (কর্ণাটক), 1 মে: দেশের স্বার্থে গুলি খেতেও প্রস্তুত রাহুল গান্ধি, রবিবার এমনই দাবি করেছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধি বঢরা ৷ এই কথা বলে তিনি নিশানা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ৷ প্রধানমন্ত্রীকে তিনি রাহুলকে দেখে শেখার পরামর্শ দিয়েছেন ৷ প্রিয়াঙ্কার বক্তব্য, জনজীবনে থাকলে নানা ধরনের আক্রমণ ও সমালোচনার মুখে পড়তে হয় ৷ রাহুলকে দেখে শেখা উচিত ৷ তিনি তো দেশের স্বার্থে গুলিবিদ্ধ হতেও প্রস্তুত ৷

কর্ণাটকে এখন চলছে নির্বাচনী যুদ্ধ ৷ সেই যুদ্ধের ময়দানে যুযুধান সবপক্ষই একে অপরকে আক্রমণ করছে ৷ সম্প্রতি কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে প্রধানমন্ত্রী মোদিকে ‘বিষধর সাপ’ বলে উল্লেখ করেন ৷ যা নিয়ে দক্ষিণ ভারতের ওই রাজ্যের রাজনৈতিক ময়দানে ব্যাপক হইচই পড়ে ৷ বিজেপির নেতারা কংগ্রেসকে এই নিয়ে নিশানা করেন ৷ শনিবার এই বিষয়ে মুখ খোলেন স্বয়ং প্রধানমন্ত্রী ৷

কর্ণাটকে নির্বাচনী প্রচারের এক সভা থেকে তিনি জানান, এর আগেও তাঁকে একাধিকবার আক্রমণ করা হয়েছে ৷ তাঁর সম্পর্কে কটূক্তি করা হয়েছে ৷ সব মিলিয়ে 91 বার তিনি বিরোধীদের কটূক্তির শিকার হয়েছেন ৷ রবিবার মোদির এই বক্তব্যেরই পালটা জবাব দেন প্রিয়াঙ্কা ৷ রবিবার কর্ণাটকের বাগালকোট জেলায় জনসভা করেন কংগ্রেসের এই নেত্রী ৷ সেখানে তিনি বলেন, ‘‘তাদের (91টি কটূক্তি) অন্তত একটি পাতায় জায়গা হয়ে যাবে ৷ কিন্তু আমার পরিবারের সম্পর্কে যা কটূক্তি করা হয়েছে, তার যদি তালিকা তৈরি করি, তাহলে একটি বই প্রকাশ করতে হবে ৷’’

এখানেই না থেমে তিনি আরও বলেন, ‘‘গত দু-তিনদিন ধরে আমি যা দেখছি, তাতে খুব অবাক লাগছে ৷ আমি অনেক প্রধানমন্ত্রী দেখেছি - ইন্দিরাজি (ইন্দিরা গান্ধি) দেশের জন্য গুলিতে প্রাণ দিয়েছেন ৷ আমি রাজীব গান্ধিকে দেখেছি ৷ তিনি দেশের জন্য নিজের জীবন দিয়েছিলেন ৷ আমি পিভি নরসিমা রাও এবং মনমোহন সিংকে দেখেছি দেশের কঠোর পরিশ্রম করতে ৷’’

এর পরই তিনি আবার নিশানা করেন প্রধানমন্ত্রী মোদিকে ৷ তাঁর দাবি, মোদি জনগণের সমস্যার কথা না শুনে শুধু নিজের সমস্যার কথা বলেন ৷ তাঁকে কটূক্তি করা নিয়ে কান্নাকাটি করেন ৷ তাঁর দফতরে মানুষের সমস্যার তালিকা তৈরি করা হয় না ৷ বরং তাঁকে কী কী কূটক্তি করা হয়, তাঁর তালিকা তৈরি করা হয় ৷ এর পরই তিনি রাহুলের উদাহরণ টানেন ৷ মোদিকে রাহুলকে দেখে শেখার পরামর্শ দেন ৷

তিনি বলেন, "সাহস দেখান মোদিজি । আমার দাদা রাহুল গান্ধির কাছ থেকে শিখুন । আমার দাদা বলেছেন যে তিনি এই দেশের স্বার্থে গুলি খেতেও প্রস্তুত, শুধু গালিগালাজ নয় । আমার দাদা বলেছেন তিনি সত্যের পক্ষে দাঁড়াবেন, যতই আপনারা তাঁকে গালিগালাজ করুন, কিংবা গুলি করুন অথবা ছুরি দিয়ে আঘাত করুন ৷’’ প্রিয়াঙ্কা আরও বলেন, ‘‘মোদিজি ভয় পাবেন না ৷ এটি জনজীবন এবং একজনকে এই জাতীয় জিনিসগুলি সহ্য করতে হবে ।’’ তাঁর আরও পরামর্শ, প্রধানমন্ত্রী জনগণের কথা শুনলেই ভালো করবেন ৷

আরও পড়ুন:'মোদি একটি প্রতিষ্ঠান', 'বিষধর সাপ' মন্তব্যে খাড়গেকে তুলোধনা রাজনাথের

ABOUT THE AUTHOR

...view details