পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Priyanka Gandhi Attacks BJP : সন্তানদের ইনস্টা অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে, সরব প্রিয়াঙ্কা - Latest News on Congress

মঙ্গলবার লখনউতে এই অভিযোগ করেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধি৷ পাশাপাশি তিনি প্রশ্ন ছোঁড়েন সরকারের উদ্দেশ্যে৷ তাঁর প্রশ্ন, ‘‘সরকারের কি আর কোনও কাজ নেই ?’’ (Priyanka Gandhi Attacks BJP)

congress leader priyanka gandhi alleges her children instagram accounts hacked
Priyanka Gandhi Attacks BJP : সন্তানদের ইনস্টা অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে, সরব প্রিয়াঙ্কা

By

Published : Dec 21, 2021, 10:05 PM IST

লখনউ, 21 ডিসেম্বর : প্রিয়াঙ্কা গান্ধির সন্তানদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে বলে অভিযোগ (congress leader priyanka gandhi alleges her children instagram accounts hacked) ৷ এই অভিযোগ তুলেছেন স্বয়ং প্রিয়াঙ্কা ৷ মঙ্গলবার তিনি হাজির হয়েছেন উত্তর প্রদেশের রাজধানী লখনউতে ৷ সেখানেই তিনি এই অভিযোগ করেন ৷

প্রিয়াঙ্কা কংগ্রেসের অন্যতম সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং উত্তর প্রদেশের ভারপ্রাপ্ত নেত্রী ৷ তিনি উত্তর প্রদেশের রায়বরেলীতে ‘লড়কি হুঁ লড় শক্তি হুঁ’ শীর্ষক একটি দলীয় কর্মসূচিতে অংশে নেন ৷ তার পর লখনউতে আসেন ৷

সেখানে তাঁকে প্রশ্ন করা হয় অখিলেশ যাদবকে নিয়ে ৷ অখিলেশ সম্প্রতি দাবি করেন যে তাঁর ফোন ট্য়াপ করা হয়েছে ৷ এই বিষয়টি নিয়েই জানতে চাওয়া হয় প্রিয়াঙ্কার কাছে ৷ তখন তিনি বলেন, ‘‘আমার সন্তানদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে ৷ সরকারের কি আর কোনও কাজ নেই ?’’

প্রসঙ্গত, অখিলেশের অভিযোগ ছিল উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বিরুদ্ধে ৷ অখিলেশের দাবি ছিল যে যোগীর নির্দেশেই তাঁর ফোন ট্যাপ করা হয় ৷ রোজ সন্ধ্যায় সেগুলি শোনেন যোগী আদিত্যনাথ ৷

আরও পড়ুন :Electoral Reforms Bill: লোকসভার পর রাজ্যসভাতেও পাশ নির্বাচনী আইন সংশোধনী বিল

কয়েকদিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছিলেন, ‘‘ইউপি প্লাস যোগী, বহুত হ্যায় উপযোগী ৷’’ সেই বিষয়টি নিয়ে কটাক্ষ করে অখিলেশ যোগীকে ‘অনুপোযোগী’ও বলেন ৷

ABOUT THE AUTHOR

...view details