নয়া দিল্লি, 21 জুলাই : ইজরায়েলের পেগাসাস স্পাইওয়্যার (Pegasus Spyware) আড়িপাতা কাণ্ডের তদন্ত হোক সুপ্রিম কোর্টের নজরদারিতে ৷ আর কেন্দ্রীয় সরকারও সংসদে (Parliament) সরকারি বিবৃতি (White Paper) দিয়ে স্পষ্ট করে জানাক যে তারা এই স্পাইওয়্যার ব্যবহার করেছে কি না ৷ এই দাবি জানিয়ে সরব হলেন প্রবীণ কংগ্রেস নেতা তথা প্রাক্তন তথ্যপ্রযুক্তি মন্ত্রী কপিল সিবাল (Kapil Sibal) ৷ যদিও কেন্দ্রীয় সরকার সমস্ত অভিযোগকে অস্বীকার করে আড়ি পাতাকে "কুৎসা রটানো" (malign) বলে দাবি করেছে ৷
আরও পড়ুন : পেগাসাস ইস্যু খোলসা না করলে অচল থাকবে সংসদ, হুঁশিয়ারি তৃণমূলের
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সোমবার এই ঘটনাকে শুধুমাত্র বিশ্বের কাছে ভারতকে অপদস্ত করার একটা চক্রান্ত বলেছেন, সেই প্রসঙ্গে কপিল বলেন, "দেশ কলঙ্কিত হচ্ছে না, কিন্তু আপনার সরকারের কার্যকলাপের জন্যই সরকারের বিরুদ্ধে কুৎসা রটছে ৷" তিনি অমিত শাহের "আপনারা ক্রোনোলজি বুঝুন"-এর ('Aap Chronology Samajhiye') পাল্টা জবাবে বলেন, "আমরা ক্রোনোলজি বুঝতে পারছি ৷ আমি অমিতজিকে বলতে চাই, আপনি এই বিষয়ের ক্রোনোলজিটা বুঝুন, এই আড়ি পাতার ঘটনাটা ঘটেছে 2017-19-এর মধ্যে ৷" জৈন হাওয়ালা (Jain Hawala) কেলেঙ্কারির তদন্তের মতো এর তদন্ত হওয়া উচিত, কারণ "আমরা এই সরকারের সংস্থাগুলির প্রতি আর আস্থা রাখতে পারছি না", দাবি করেন প্রবীণ কংগ্রেস নেতা ৷ যুগ্ম সংসদীয় কমিটি (Joint Parliamentary Committee) ও সুপ্রিম কোর্ট (Supreme Court-monitored probe) একসঙ্গে তদন্ত করুক, আর এই তদন্তে স্বচ্ছতা আনতে ক্যামেরা ব্যবহার করা হোক, তিনি নিজে একজন সচেতন নাগরিক হিসেবে এই কথা জানিয়েছেন কপিল ৷