পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Congress on Caste Census: জাতিশুমারি ইস্যুতে মোদি নীরব কেন, প্রশ্ন তুলল কংগ্রেস - রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলত

কংগ্রেসের তরফে প্রশ্ন তোলা হয়েছে, কেন বিজেপি শাসিত রাজ্যগুলি সামাজিক ন্যায়বিচার এবং অধিকার নিশ্চিত করার জন্য তাদের পরিচালনা করছে না। রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলতের নেতৃত্বাধীন কংগ্রেস সরকার রাজ্যে জাতিগত শুমারি সমীক্ষা পরিচালনার আদেশ জারি করার একদিন পরে দলের মন্তব্য সামনে এসেছে।

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Oct 8, 2023, 3:37 PM IST

নয়াদিল্লি, 8 অক্টোবর: ফের একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নীরবতা নিয়ে প্রশ্ন তুলেছে কংগ্রেস ৷ রবিবার জাতিশুমারি ইস্যুতে প্রধানমন্ত্রী কেন নীরব, তা নিয়ে প্রশ্ন তুলেছে কংগ্রেস ৷ এর সঙ্গেই দলের তরফে প্রশ্ন তোলা হয়েছে, কেন বিজেপি শাসিত রাজ্যগুলি সামাজিক ন্যায়বিচার এবং অধিকার নিশ্চিত করার জন্য তাদের পরিচালনা করছে না। রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলতের নেতৃত্বাধীন কংগ্রেস সরকার রাজ্যে জাতিগত শুমারি পরিচালনার আদেশ জারি করার একদিন পরে দলের মন্তব্য সামনে এসেছে।

কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ বলেন, "যখন রাহুল গান্ধির ভারত জোড়ো যাত্রা রাজস্থানে ছিল, রাহুল গান্ধি একাধিক সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে দেখা করেছিলেন ৷ সেই সময়ে ওবিসি প্রতিনিধিরা বিশেষভাবে বর্ণ শুমারির দাবি তাঁর সামনে উত্থাপন করেছিলেন।" রমেশ এক্স হ্য়ান্ডেলে লিখেছেন, "রাহুল গান্ধি তাদের কথাগুলি অত্যন্ত গুরুত্ব সহকারে নিয়েছেন। এখন রাজস্থান সরকার তাদের অনুভূতি অনুসারে একটি বর্ণ এবং জাতি ভিত্তিক সমীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে। এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ৷ আমরা স্বাগত জানাচ্ছি ৷"

জাত ভিত্তিক শুমারি নিয়ে রাজস্থান সরকারের নির্দেশের প্রেক্ষিতে কংগ্রেস নেতা বলেন, "এটি বিশেষ করে তফসিলি জাতি, তফসিলি উপজাতি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণীর জন্য নীতি তৈরিতে সহায়তা করবে। সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করা এবং জনসংখ্যা অনুযায়ী মানুষের অধিকার প্রদান করাও জাত সমীক্ষার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷" এরই সঙ্গে জয়রাম রমেশ প্রশ্ন তুলেছেন, "প্রশ্ন হল কেন এমন উদ্যোগ কোনও বিজেপি শাসিত রাজ্যে নেওয়া হচ্ছে না ! কেন প্রধানমন্ত্রী জাতি শুমারি ইস্যুতে নীরব ?"

কংগ্রেস সারা দেশে জাতিশুমারি করার জন্য জোর দিচ্ছে এবং এটিকে একটি নির্বাচনী ইস্যুতেও পরিণত করতে চাইছে। বিহারের পর রাজস্থান হবে দেশের দ্বিতীয় রাজ্য যেখানে জাতি ভিত্তিক সমীক্ষা করা হবে। রাজস্থানে বিধানসভা নির্বাচন চলতি বছরের শেষের দিকে হওয়ার কথা ৷ নির্বাচনের সময়সূচী শীঘ্রই যে কোনও সময় জাতীয় নির্বাচন কমিশনের তরফে ঘোষণা করা হবে বলেও মনে করছে রাজনৈতিক মহল ৷ এর মাঝেই এই জাতি শুমারি ইস্যুকে সামনে রেখে কার্যত নির্বাচনী রণকৌশল নিতে চাইছে কংগ্রেস ৷

আরও পড়ুন: 144 ধারার মধ্যে মঞ্চ বেঁধে কীভাবে অভিষেকদের ধরনা ? মুখ্যসচিবকে চিঠি রাজ্যপালের

একটি দেশব্যাপী বর্ণ শুমারি হল বিরোধী 'ইন্ডিয়া' জোটের একটি মূল অ্য়াজেন্ডা ৷ যারা মূলত এটি হিন্দি কেন্দ্রস্থলের আসন্ন নির্বাচনে জোটকে সাহায্য করবে যেখানে বর্ণের রাজনীতি একটি মুখ্য ভূমিকা পালন করে।

ABOUT THE AUTHOR

...view details