পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Ghulam Nabi Azad দলীয় সিদ্ধান্তে আপত্তি, কংগ্রেস ছাড়লেন গুলাম নবি

দলের অন্তবর্তী সভানেত্রী সোনিয়া গান্ধিকে চিঠি পাঠিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন বর্ষীয়ান নেতা (Ghulam Nabi Azad resigns from all positions of Congress Party)৷

Etv Bharat
Etv Bharat

By

Published : Aug 26, 2022, 11:55 AM IST

Updated : Aug 26, 2022, 2:21 PM IST

নয়াদিল্লি, 26 অগস্ট: কংগ্রেসের সমস্ত পদ থেকে ইস্তফা দিলেন বর্ষীয়ান নেতা তথা জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী গুলাম নবি আজাদ ৷ একইসঙ্গে দলের প্রাথমিক সদস্যপদও ছেড়ে দিয়েছেন তিনি ৷ অন্তবর্তী সভানেত্রী সোনিয়া গান্ধিকে পাঁচপাতার চিঠি পাঠিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন আজাদ (Ghulam Nabi Azad resigns from all positions of Congress Party) ৷

এদিন চিঠিতেগুলাম নবি লিখেছেন তিনি পাঁচদশক ধরে দল করছেন । তাঁর মনে হয়েছে দেশের জন্য যা ভালো, তা করতে ব্যর্থ হয়েছে কংগ্রেস ৷ ফলে শেষপর্যন্ত দল ছাড়ার সিদ্ধান্ত নিতে হয়েছে তাঁকে ৷ ইস্তফার চিঠিতে বর্ষীয়ান নেতার 'ক্ষুব্ধ' স্বরে হতবাক বিরোধীরাও ৷ কার্যত যে কারণ দেখিয়ে (বলা ভালো কটাক্ষ করে) তিনি দল ছেড়েছেন, তা এতদিন বিরোধীদের মুখেই শোনা যেত ৷ এমনকী, সোনিয়া-তনয়কে ঘুরিয়ে কটাক্ষ করেছেন তিনি ৷ চিঠিতে লিখেছেন, পার্টির দায়িত্বে রাহুলকে বসানোর পর থেকে ক্রমশ ক্ষয়িষ্ণু হয়েছে শতাব্দীপ্রাচীন দল ৷

কংগ্রেস ছাড়লেন গুলাম নবি আজাদ

আরও পড়ুন : সহবাস না করলে সরকারি চাকরি পায় না মেয়েরা, বিস্ফোরক দাবি কংগ্রেস বিধায়কের

Last Updated : Aug 26, 2022, 2:21 PM IST

ABOUT THE AUTHOR

...view details