বেঙ্গালুরু, 13 মে:ভোটগণনা শুরু হয়েছে ৷কর্ণাটকেরমসনদ কার দখলে ? কংগ্রেস নাকি বিজেপি ? নাকি কংগ্রেস-বিজেপি-জেডি(এস) ত্রিশঙ্কু বিধানসভা দেখবে দেশের তথ্যপ্রযুক্তি হাব? এসব প্রশ্নের উত্তর মিলতে আর কয়েক ঘণ্টা বাকি ৷ একাধিক বুথফেরত সমীক্ষা বলছে কংগ্রেসই কর্ণাটকে সরকার গড়ার পথে এগিয়ে রয়েছে ৷ কেউ কেউ আবার বলছে সরকার গড়ার চাবি থাকতে পারে জেডিএসের হাতে । এখনই হাল ছাড়তে নারাজ বিজেপি। তবে একক সংখ্যাগরিষ্ঠায় জয়ী হলে কংগ্রেসের মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে থাকতে পারেন ডিকে শিবকুমার ৷ তিনি কী বলছেন ?
ফলাফল ঘোষণার আগে শুক্রবার গভীর রাত পর্যন্ত কংগ্রেসের দলীয় বৈঠক হয় বেঙ্গালুরুতে ৷ সেখান থেকে ফেরার পথে সংবাদমাধ্যম তাঁকে ঘিরে ধরে ৷ কর্ণাটক প্রদেশ কংগ্রেসের সভাপতি সাফ জানিয়ে দেন, "আমরা শুধু আমাদের কাজ করে যাচ্ছি ৷ ফলাফলের জন্য অপেক্ষা করুন ৷" তিনিই অবশ্য এর আগে দাবি করেছেন, 224টি বিধানসভার মধ্যে কংগ্রেস একাই 150টি আসনে জয়ী হবে ৷
এদিকে শনিবার আঞ্চলিক দল জনতা দল সেকুলারের প্রধান এইচ ডি কুমারস্বামী সাংবাদিকদের বলেন, "আগামী 2-3 ঘণ্টার মধ্যে সবকিছু পরিষ্কার হয়ে যাবে ৷ বুথফেরত সমীক্ষায় দু'টি জাতীয় দল এগিয়ে রয়েছে ৷ জেডি(এস) 30-32 টি আসন পাবে বলে ভবিষ্যদ্বাণী করেছে ৷ আমি একটা ছোট্ট দল ৷ আমার কোনও দাবি নেই ৷ তবে আমি ভালো উন্নয়নের আশা রাখছি ৷"