পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

প্রশান্ত কিশোরকে কংগ্রেসে স্বাগত জানিয়েও টুইট ডিলিট রাহুল ঘনিষ্ঠ নেত্রীর - Rahul Gandhi latest news today

প্রশান্ত কিশোর কি তাহলে সত্যিই কংগ্রেসে যোগ দিলেন ? কংগ্রেসের এক নেত্রীর টুইটারে পিকে-কে কংগ্রেসে স্বাগত জানাতে জল্পনা তুঙ্গে পৌঁছেছে ৷ পরে অবশ্য টুইটটি ডিলিট করেন ওই কংগ্রেস নেত্রী ৷

congress leader delete tweet in which she announce prashant kishor joining in party
প্রশান্ত কিশোরকে কংগ্রেসে স্বাগত জানিয়েও টুইট ডিলিট রাহুল ঘনিষ্ঠ নেত্রীর

By

Published : Jul 14, 2021, 6:05 PM IST

Updated : Jul 14, 2021, 7:10 PM IST

কলকাতা, 14 জুলাই : ভোটকুশলী প্রশান্ত কিশোর (Prashant Kishor) কি কংগ্রেসে যোগ দিতে চলেছেন ? এই জল্পনা যখন শুরু হয়েছে রাজধানীর রাজনৈতিক মহলে, ঠিক তখনই রাহুল গান্ধির (Rahul Gandhi) ঘনিষ্ঠ এক নেত্রী টুইট করে পিকে-কে কংগ্রেসে স্বাগত জানালেন ৷ তার পর অবশ্য তিনি সেই টুইট মুছে দেন ৷ কিন্তু এই ঘটনার জেরে প্রশান্ত কিশোরের কংগ্রেসে (Congress) যোগদানের জল্পনা আরও বাড়ল ৷

কংগ্রেসের ওই নেত্রীর নাম অর্চনা ডালমিয়া ৷ টুইটারের বায়ো বলছে যে তিনি কংগ্রেসের গ্রিভান্স সেলের চেয়ারপার্সন ৷ টুইটারের কভার ফটোতে সোনিয়া গান্ধির সঙ্গে কাছাকাছি দেখা যাচ্ছে তাঁকে ৷ আর প্রোফাইল ফটোতে তিনি রয়েছেন রাহুল গান্ধির সঙ্গে ৷

আরও পড়ুন :মমতার জয়ের হ্যাটট্রিকের কারিগর প্রশান্ত কিশোর কি কংগ্রেসে যোগ দেবেন, জল্পনা তুঙ্গে

সেই অর্চনাই বুধবার দুপুরে প্রশান্ত কিশোরকে নিয়ে টুইট করেন ৷ লেখেন, ‘‘প্রশান্ত কিশোর সদস্য পদ গ্রহণ করার পর তাঁকে স্বাগত জানাচ্ছি ৷ কংগ্রেসের পরিবারে আপনাকে স্বাগত প্রশান্ত কিশোর ৷’’

অর্চনা ডালমিয়ার সেই টুইট

এই টুইট সামনে আসতেই স্বাভাবিকভাবে জল্পনা শুরু হয়ে যায় যে তাহলে কি প্রশান্ত কিশোর গোপনে কংগ্রেসে যোগদান করলেন ? গতকাল নয়াদিল্লিতে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধির সঙ্গে বৈঠক করেন প্রশান্ত কিশোর ৷ সেই বৈঠকে কংগ্রেসের সাধারণ সম্পাদিকা তথা রাহুলের বোন প্রিয়াঙ্কা গান্ধি বঢরাও (Priyanka Gandhi) উপস্থিত ছিলেন ৷

আরও পড়ুন :দিল্লিতে রাহুলের বাড়িতে প্রশান্ত কিশোর

কংগ্রেসের একটি সূত্র থেকে জানা গিয়েছিল, সেখানে প্রশান্ত কিশোরের কংগ্রেসে যোগদানের বিষয় নিয়ে প্রাথমিক কথাবার্তা হয় ৷ কিন্তু সেখানে কি তাহলে তিনি কংগ্রেসে যোগদান করেছেন ? এখনই বিষয়টি প্রকাশ্যে আসুক, তা কি কোনও পক্ষই চাইছে না ? অর্চনার টুইটের পর এই প্রশ্নগুলি উঠতে শুরু করে ৷

বিষয়টি নিয়ে হইচই শুরু হতেই টুইট ডিলিট করে দেন কংগ্রেসের ওই নেত্রী ৷ তাতে জল্পনা থামার বদলে আরও বেড়ে যায় ৷ যদিও এই নিয়ে কংগ্রেসের তরফে এখনও কোনও প্রকাশ্যে কিছু জানানো হয়নি ৷

আরও পড়ুন :Dearness Allowance : কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বেড়ে 28 শতাংশ

তবে আগেই নাম প্রকাশ না করার শর্তে এক কংগ্রেস নেতা জানিয়েছিলেন, প্রশান্ত কিশোর কংগ্রেসে যোগদান নিয়ে অনেকদিন ধরেই কথাবার্তা চালাচ্ছেন ৷ সেটা আরও একধাপ এগোল ৷ আসন্ন এআইসিসি-র বৈঠকে গোটা বিষয়টি চূড়ান্ত হবে ৷

যদিও রাজধানীর রাজনীতি নিয়ে যাঁরা ওয়াকিবহাল, তাঁরা বলছেন যে পুরোটাই জল্পনা ৷ এর মধ্যে কোনও সত্যতা নেই ৷ প্রশান্ত কিশোর মোদি বিরোধী শক্তিকে এক করার কাজ করছেন ৷ তাই সাম্প্রতিককালে তিনি দেশের একাধিক মোদি বিরোধী নেতার সঙ্গে বৈঠক করেছেন ৷ রাহুল-প্রিয়াঙ্কার সঙ্গে বৈঠক সেই প্রক্রিয়ারই অঙ্গ ৷ কারণ, কংগ্রেসকে বাদ দিয়ে বিজেপি বিরোধী শক্তি গড়ে তোলা কার্যত অসম্ভব ৷

আরও পড়ুন :যারা দেশের শান্তি ছিনিয়ে নিয়ে চায় তাদের বয়কট করুন : যোগী

তবে কথায় আছে, রটনা সব সময় কিছুটা সত্যি নিয়েই তৈরি হয় ৷ তাই এই ক্ষেত্রে কতটা সত্যি রয়েছে, এখন সেটাই দেখার ৷

Last Updated : Jul 14, 2021, 7:10 PM IST

ABOUT THE AUTHOR

...view details