নয়াদিল্লি, 9 ডিসেম্বর: রাহুল গান্ধিকে (Rahul Gandhi) ভয় পান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Adhir Targets Modi)৷ ভোটের ফলাফল ঘোষণার পরদিন এই ভাবেই সরাসরি প্রধানমন্ত্রীকে নিশানা করলেন লোকসভার বিরোধী দলনেতা অধীররঞ্জন চৌধুরী ৷ গুজরাতে বিজেপি জয়ী হলেও তিনি মনে করিয়ে দেন হিমাচল প্রদেশ (Himachal Pradesh Assembly Election Results 2022), দিল্লি ও উপনির্বাচনগুলিতে বিজেপি হেরেছে ৷ অধীরের মতে, "মোদি জাদু শেষ হতে চলেছে ৷ এই ভোটের ফল থেকে শিক্ষা নেওয়া উচিত বিজেপির ৷"
বৃহস্পতিবারই দুই রাজ্যে বিধানসভা নির্বাচন ও 6টি উপনির্বাচনের ফল প্রকাশিত হয়েছে ৷ গুজরাতে বিপুল ভোটে জয়ী হয়ে ক্ষমতা ধরে রাখলেও হিমাচল প্রদেশে দাঁত ফোটাতে পারেনি বিজেপি ৷ ফল প্রকাশের পরদিন কংগ্রেস সাংসদ অধীররঞ্জন চৌধুরী (Adhir Ranjan Targets PM Modi) একহাত নিয়েছেন বিজেপি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ৷ তিনি বলেন, "যদিও প্রধানমন্ত্রী মোদি গুজরাতে জিতেছেন, কিন্তু তাঁরা (বিজেপি) উপনির্বাচনের পাশাপাশি দিল্লি ও হিমাচল প্রদেশে হেরেছেন । গুজরাতে উন্নয়নের কাজ সত্ত্বেও তিনি ঘরে ঘরে প্রচার ও মেরুকরণ করেছেন । প্রধানমন্ত্রী মোদি রাহুল গান্ধিকে ভয় পেয়েছেন ৷"