পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Adhir Targets Modi: 'মোদি জাদু শেষ, এই ভোট থেকে শিক্ষা নিন !' কটাক্ষ অধীরের - অধীররঞ্জন চৌধুরী

এই নির্বাচন থেকে মোদিজির শিক্ষা নেওয়া উচিত, মোদিজির জাদু শেষ । এই ভাষাতেই প্রধানমন্ত্রীকে নিশানা করলেন কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরী ৷ তিনি আরও বলেন, তিনটি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে একটিতে জিতেছে বিজেপি ।

congress-leader-adhir-ranjan-chowdhary-targets-pm-modi-after-himachal-pradesh-assembly-election-2022-results
'মোদি জাদু শেষ, এই ভোট থেকে শিক্ষা নিন !' কটাক্ষ অধীরের

By

Published : Dec 9, 2022, 1:40 PM IST

নয়াদিল্লি, 9 ডিসেম্বর: রাহুল গান্ধিকে (Rahul Gandhi) ভয় পান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Adhir Targets Modi)৷ ভোটের ফলাফল ঘোষণার পরদিন এই ভাবেই সরাসরি প্রধানমন্ত্রীকে নিশানা করলেন লোকসভার বিরোধী দলনেতা অধীররঞ্জন চৌধুরী ৷ গুজরাতে বিজেপি জয়ী হলেও তিনি মনে করিয়ে দেন হিমাচল প্রদেশ (Himachal Pradesh Assembly Election Results 2022), দিল্লি ও উপনির্বাচনগুলিতে বিজেপি হেরেছে ৷ অধীরের মতে, "মোদি জাদু শেষ হতে চলেছে ৷ এই ভোটের ফল থেকে শিক্ষা নেওয়া উচিত বিজেপির ৷"

বৃহস্পতিবারই দুই রাজ্যে বিধানসভা নির্বাচন ও 6টি উপনির্বাচনের ফল প্রকাশিত হয়েছে ৷ গুজরাতে বিপুল ভোটে জয়ী হয়ে ক্ষমতা ধরে রাখলেও হিমাচল প্রদেশে দাঁত ফোটাতে পারেনি বিজেপি ৷ ফল প্রকাশের পরদিন কংগ্রেস সাংসদ অধীররঞ্জন চৌধুরী (Adhir Ranjan Targets PM Modi) একহাত নিয়েছেন বিজেপি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ৷ তিনি বলেন, "যদিও প্রধানমন্ত্রী মোদি গুজরাতে জিতেছেন, কিন্তু তাঁরা (বিজেপি) উপনির্বাচনের পাশাপাশি দিল্লি ও হিমাচল প্রদেশে হেরেছেন । গুজরাতে উন্নয়নের কাজ সত্ত্বেও তিনি ঘরে ঘরে প্রচার ও মেরুকরণ করেছেন । প্রধানমন্ত্রী মোদি রাহুল গান্ধিকে ভয় পেয়েছেন ৷"

নরেন্দ্র মোদির বিরুদ্ধে তোপ দেগে অধীর (Congress Leader Adhir Ranjan Chowdhary) আরও বলেন, "এখন মোদি জাদু শেষ হতে চলেছে ।" তাঁর কথায়, "এই নির্বাচন থেকে মোদিজির শিক্ষা নেওয়া উচিত ৷ তিনটি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, একটিতে জিতেছেন । গুজরাতে ঘরে ঘরে প্রচার চালালেন, এত প্রগতিশীল যখন তখন কেন ঘরে ঘরে গেলেন ? সাম্প্রদায়িক মেরুকরণও করতে হয়েছে । মোদিজির জাদু তার থেকে দূরে চলে যাচ্ছে ।"

আরও পড়ুন:হিমাচল 'হাত' ধরলেও মোদির দিল্লির পথ সুগম করল গুজরাত

এ দিন চিনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক নিয়েও কেন্দ্রকে নিশানা করেন অধীর চৌধুরী ৷ তিনি বলেন, "চিনা সেনাবাহিনী লাদাখে অনুপ্রবেশ করেছে এবং আবাসন-সহ 200 টিরও বেশি আশ্রয়কেন্দ্র তৈরি করেছে । এখন আমাদের সেনাবাহিনীকে দূরবর্তী এলাকায় টহল দিতে দেওয়া হয় না । এভাবে চলতে থাকলে সিয়াচেন হিমবাহের পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতে পারে । জি20-এর কথা উল্লেখ না করে সরকারের ভারত-চিন ইস্যুতে (সংসদে) আলোচনা করা দরকার ।"

ABOUT THE AUTHOR

...view details