নয়াদিল্লি, 16 জুন : পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দিতে চান অধীররঞ্জন চৌধুরী ৷ সূত্র মারফত এই খবরই পাওয়া গিয়েছে ৷ কিন্তু কেন এমন ইচ্ছা প্রকাশ করলেন লোকসভায় কংগ্রেসের দলনেতা, আপাতত উঠতে শুরু করেছে এই প্রশ্ন ৷
জানা গিয়েছে যে পাবলিক অ্যাকাউন্টস কমিটি বা পিএসি-র একটি বৈঠককে ঘিরে এই পরিস্থিতি তৈরি হয়েছে ৷ যে বৈঠক আজ বুধবারই হয় ৷ সেখানে চেয়ারম্যান হিসেবে কোভিড পরিস্থিতি নিয়ে আলোচনা করতে চেয়েছিলেন অধীর চৌধুরী ৷ কিন্তু তাঁকে সেই নিয়ে আলোচনা করতে দেওয়া হয়নি ৷ এনডিএ-র সদস্যরাই তাঁকে এই নিয়ে আলোচনা করতে বাধা দেন বলে অভিযোগ ৷
আরও পড়ুন :Chirag Paswan : এলজেপির অধিকার আদায়ে আইনি লড়াইয়ের হুঁশিয়ারি চিরাগের
উল্লেখ্য, পিএসি হল সবচেয়ে পুরনো সংসদীয় কমিটি ৷ যা সরকারের কাজকর্ম খতিয়ে দেখার কাজ করে ৷ পদাধিকার বলে লোকসভার বিরোধী দলনেতাকে ওই কমিটির চেয়ারম্যান করা হয় ৷ কংগ্রেস এবার লোকসভায় বিরোধী দল না হলেও দ্বিতীয় বৃহত্তম দল ৷ তাই লোকসভায় কংগ্রেসের নেতা হিসেবে অধীর চৌধুরী ওই পদে বসেছেন ৷