পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

PFI Ban: পিএফআই-এর উপর নিষেধাজ্ঞায় সমর্থন করে আরএসএস-কে নিষিদ্ধ করার দাবি কংগ্রেস-আইইউএমএলের - আইএমইউএল

গত কয়েকদিনে পিএফআই (PFI)-এর বিরুদ্ধে অভিযান চালিয়ে শতাধিক সদস্যকে গ্রেফতার করা হয়েছে ৷ তাদের বিরুদ্ধে সন্ত্রাসবাদে মদত দেওয়ার অভিযোগ রয়েছে ৷ তার পর ওই সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করেছে কেন্দ্র ৷

Congress, IUML welcome Centre's decision on PFI ban both want RSS also to be banned
PFI Ban: পিএফআই-এর উপর নিষেধাজ্ঞায় সমর্থন করে আরএসএস-কে নিষিদ্ধ করার দাবি কংগ্রেস-আইইউএমএলের

By

Published : Sep 28, 2022, 4:03 PM IST

তিরুঅনন্তপুরম, 28 সেপ্টেম্বর : পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া বা পিএফআই (PFI)-এর উপর নিষেধাজ্ঞা জারি করার সিদ্ধান্তকে স্বাগত জানাল কেরালা কংগ্রেস (Congress) ৷ ওই রাজ্যে কংগ্রেসের জোটসঙ্গী ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ বা আইএমইউএল (IUML)-ও কেন্দ্রের এই সিদ্ধান্তকে সমর্থন করেছে ৷ পাশাপাশি তাদের দাবি, আরএসএস (RSS)-কেও নিষিদ্ধ করতে হবে ৷

গত কয়েকদিনে একাধিকবার দেশজুড়ে পিএফআই-এর বিরুদ্ধে অভিযান চালিয়েছে একাধিক কেন্দ্রীয় সংস্থা ৷ গ্রেফতার করা হয়েছে শতাধিক পিএফআই সদস্যকে ৷ তার পর বুধবার কেন্দ্রের তরফে ওই সংগঠনকে সন্ত্রাসবাদে মদত দেওয়ার অভিযোগে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয় ৷

এই নিয়ে আইএমইউএল নেতা এম কে মুনির পিএফআইয়ের কার্যকলাপের প্রতিবাদ করেছেন ৷ তাঁর দাবি, ওই মৌলবাদী সংগঠন কোরানের ভুল ব্যাখ্যা করেছে ৷ আর হিংসার পথ নিতে ইন্ধন জুগিয়েছে ৷ যুব সমাজকে বিভ্রান্ত করেছে ৷ সমাজে ঘৃণাও ছড়িয়েছে পিএফআই ৷ এদিন কোঝিকোড়ে তিনি জানান, পিএফআই, এসডিপিআই-এর মতো আরএসএসের কার্যকলাপের বিরোধিতা করছেন ৷

একই ভাবে কংগ্রেস নেতা রমেশ চেন্নিতালা পিএফআই-কে নিষিদ্ধ করার কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তকে ভালো বলে ব্যাখ্যা করেছেন ৷ এর পর তাঁর সংযোজন, আরএসএস-কেও এভাবে নিষিদ্ধ ঘোষণা করা উচিত ৷ কেরালায় সংখ্যাগুরু ও সংখ্যালঘু সাম্প্রদায়িকতা সমানভাবে বিরোধিতা করা হচ্ছে ৷ দুটো সংগঠনই সাম্প্রদায়িক ঘৃণা ছড়ায় ৷ সমাজে বিভেদ তৈরির চেষ্টা করে ৷

আরও পড়ুন :পিএফআই-কে নিষিদ্ধ করা কঠোর সিদ্ধান্ত, সমর্থন করা যায় না: ওয়েইসি

ABOUT THE AUTHOR

...view details