পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Sonia Travel Abroad দলের বিশৃঙ্খলা প্রকাশ্যে, বিদেশ সফরে সোনিয়া, রাহুল ও প্রিয়াঙ্কা - সোনিয়া গান্ধির শারীরিক পরীক্ষা

সোনিয়া গান্ধি বিদেশে যাচ্ছেন ৷ তাঁর সঙ্গে থাকছেন ছেলে রাহুল ও মেয়ে প্রিয়াঙ্কা ৷ তবে ঠিক কবে এবং কোথায় যাচ্ছেন, তা জানাননি দলের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ ৷ এদিকে কংগ্রেসের সভাপতি নির্বাচনের দিনও এগিয়ে আসছে (Sonia Travel Abroad) ৷

Sonia Gandhi with Rahul and Priyanka
সোনিয়া গান্ধির সঙ্গে রাহুল ও প্রিয়াঙ্কা

By

Published : Aug 24, 2022, 11:13 AM IST

নয়াদিল্লি, 24 অগস্ট: স্বাস্থ্য পরীক্ষার জন্য বিদেশ যাচ্ছেন কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধি, জানালেন কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ ৷ তাঁর সঙ্গে থাকবেন পুত্র রাহুল গান্ধি এবং কন্যা প্রিয়াঙ্কা গান্ধি বঢরাও (Congress Interim President Sonia Gandhi to travel abroad for medical checkup) ৷ যদিও ঠিক কবে তিনি বিদেশে যাচ্ছেন এবং কোথায় যাচ্ছেন, তা স্পষ্ট করে জানাননি দলের সাধারণ সম্পাদক ৷

মঙ্গলবার একটি বিবৃতি টুইট করে বর্ষীয়ান কংগ্রেস নেতা (Congress general secretary Jairam Ramesh) জানান, "কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধি, রাহুল গান্ধি এবং প্রিয়াঙ্কা গান্ধি বঢরার সঙ্গে বিদেশে যাচ্ছেন ৷ তাঁর শারীরিক পরীক্ষানিরীক্ষার জন্যই এই সফর ৷ সোনিয়া গান্ধি নয়াদিল্লিতে ফেরার আগে তাঁর অসুস্থ মায়ের সঙ্গে দেখা করবেন ৷" তবে 4 সেপ্টেম্বর কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি দিল্লিতে 'মেহেঙ্গাই পর হল্লা বোল'-এ (Mehangai Par Halla Bol) বক্তৃতা দেবেন, জানানো হয় বিবৃতিতে ৷

আরও পড়ুন: ভোটমুখী হিমাচলে দলের পদ ছাড়লেন আনন্দ শর্মা, কংগ্রেসের অন্দরে কোন্দলের আভাস

দলের মধ্যে নানাবিধ বিতর্কের মাঝে মঙ্গলবার সকালে সোনিয়া গান্ধি (Congress President Sonia Gandhi) দেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করেন ৷ 21 অগস্ট, রাজীব গান্ধির 78তম জন্মদিবসের একদিন পরেই বর্ষীয়ান নেতা আনন্দ শর্মা (Anand Sharma Resignation) হিমাচল প্রদেশের শৃঙ্খলা রক্ষা কমিটির চেয়ারম্যান পদে ইস্তফা দেন ৷ দলের মধ্যে তাঁকে অপমান করা হয়েছে অভিযোগ করে টুইটারে ক্ষোভ প্রকাশ করেন তিনি ৷ এর আগে 17 অগস্ট জি-23 গোষ্ঠীর আরেক প্রবীণ নেতা গুলাম নবি আজাদও দলের প্রচার কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পাওয়ার মাত্র কয়েকঘণ্টার মধ্যেই সেই পদ থেকে ইস্তফা দেন ৷ তিনি জানান, শারীরিক কারণে এই দায়িত্ব নেওয়া তাঁর পক্ষে সম্ভব নয় ৷

সূত্রে জানা গিয়েছে, কংগ্রেসের সভাপতি নির্বাচনের দিন এগিয়ে আসছে ৷ 20 সেপ্টেম্বরের মধ্যেই দেশের প্রাচীন রাজনৈতিক দলটি তাঁর প্রেসিডেন্ট নির্বাচিত করবে ৷ শোনা যাচ্ছে, রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটকেই পরবর্তী সভাপতি হিসেবে দায়িত্বভার নেওয়ার অনুরোধ জানিয়েছেন কংগ্রেস সুপ্রিমো সোনিয়া গান্ধি ৷

ABOUT THE AUTHOR

...view details