পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Sonia Gandhi on farm laws repeal : কৃষকের জয়, অহঙ্কারের হার ; সোনিয়ার নিশানায় মোদি সরকার - Sonia Gandhi

শুক্রবার কৃষি আইন প্রত্যাহারের ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এই নিয়ে মোদি সরকারকে নিশানা করেছে কংগ্রেস ৷

congress interim president sonia gandhi slams modi government on Farm laws repeal decision
Sonia Gandhi : কৃষকের জয়, অহঙ্কারের হার ; সোনিয়ার নিশানায় মোদি সরকার

By

Published : Nov 19, 2021, 6:10 PM IST

Updated : Nov 19, 2021, 6:31 PM IST

কলকাতা, 19 নভেম্বর : কৃষি আইন প্রত্যাহারের জেরে জয় হল কৃষকদের ৷ আর হারল অহঙ্কার ৷ শুক্রবার এই ভাষাতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করলেন কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধি ৷

এদিন কংগ্রেসের টুইটার হ্য়ান্ডেল থেকে একটি প্রেস বিবৃতি টুইট করা হয় ৷ সেই বিবৃতির সঙ্গে সোনিয়ার জবানিতে লেখা হয়েছে, ‘‘আজ সত্য, ন্যায় ও অহিংসার জিত হল ৷ গত সাত বছর ধরে কৃষিক্ষেত্রের উপর বিজেপি লাগাতার হামলা করছিল ৷ আশা করছি যে প্রধানমন্ত্রী এমএসপি (ন্যূনতম সহায়ক মূল্য) সুনিশ্চিত করবেন ৷ ভবিষ্যতে রাজ্য সরকার, কৃষক সংগঠন ও বিরোধীদের সঙ্গে সহমত হয়ে কাজ করবেন ৷’’

আরও পড়ুন :Farm Laws Repealed : কৃষি আইন বাতিলে রাজনৈতিক লাভ হবে কি বিজেপির ?

অন্যদিকে প্রেস বিবৃতিতে দাবি করা হয়েছে, আন্দোলন চলাকালীন 700-র বেশি কৃষকের প্রাণ গিয়েছে ৷ এছাড়া গত সাত বছরে কীভাবে মোদি সরকার কৃষকদের বঞ্চিত করেছে, সেই অভিযোগের বিস্তারিত ব্যাখ্য়াও করা হয়েছে সেখানে ৷ একইসঙ্গে দাবি করা হয়েছে, কৃষকরা ফসলের ন্যূনতম সহায়ক মূল্য কীভাবে পাবেন, সেই বিষয়ে ভাবনাচিন্তা করা উচিত সরকারের ৷

কংগ্রেসের দাবি, কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে সকলের সঙ্গে সহমত হওয়া উচিত সরকারের ৷ কৃষি আইন শিক্ষা নিয়ে মোদি সরকার সেই পথে হাঁটবে বলে আশা প্রকাশ করা হয়েছে কংগ্রেসের তরফে ৷

আরও পড়ুন :Farm Laws Repeal : আইন প্রত্যাহারের ঘোষণায় সিঙ্ঘু-টিকরি বর্ডারে মিষ্টি বিতরণ কৃষকদের

Last Updated : Nov 19, 2021, 6:31 PM IST

ABOUT THE AUTHOR

...view details