পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Congress Lost in Five States : পাঁচ রাজ্যে ভরাডুবির পর কংগ্রেসের অন্দরে কোন্দল বৃদ্ধির আশঙ্কা - Priyanka Gandhi

বৃহস্পতিবার পাঁচ রাজ্যে বিধানসভার ফলাফল প্রকাশিত হয়েছে (Five States Assembly Poll Results 2022) ৷ চার রাজ্যে ক্ষমতা ধরে রেখেছে বিজেপি ৷ কংগ্রেসের ভরাডুবি হয়েছে সবক’টিতে ৷ এই পরিস্থিতিতে কংগ্রেসের অন্দরে কোন্দল বৃদ্ধির আশঙ্কা তৈরি হয়েছে (Congress Inner Conflict may Increase after Five States Poll Debacle) ৷

congress inner conflict may increase after five states poll debacle
Congress Lost in Five States : পাঁচ রাজ্যে ভরাডুবির পর কংগ্রেসের অন্দরে কোন্দল বৃদ্ধির আশঙ্কা

By

Published : Mar 10, 2022, 9:38 PM IST

নয়াদিল্লি, 10 মার্চ : 2014 সালে প্রধানমন্ত্রী হওয়ার পর নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi) কংগ্রেস মুক্ত ভারতের ডাক দিয়েছিলেন ৷ তার পর সময় যত এগিয়েছে, ততই সেই পথেই এগিয়েছে দেশের রাজনীতি ৷ বৃহস্পতিবার পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফলে সেটাই আরও স্পষ্ট হল ৷

এই পরিস্থিতিতে কংগ্রেসের অন্দরের ফাটল আরও চওড়া হতে শুরু করেছে ৷ এদিন বিকেলে দলেরই এক নেতা জানিয়েছেন, কংগ্রেসের জি-23 গোষ্ঠভুক্ত নেতারা আগামী 48 ঘণ্টার মধ্যে বৈঠকে বসতে চলেছে (Congress to convene G-23 leaders' meeting) ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন কংগ্রেসের জি-23 গোষ্ঠী বলতে সেই 23 জন নেতাকে বোঝানো হয়, যাঁরা চিঠি লিখে কংগ্রেসে স্থায়ী সভাপতি নির্বাচিত করার দাবি করেছিলেন ৷ এই অংশের নেতাদের অনেকেই প্রায়ই প্রকাশ্যে কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের সমালোচনা করেন ৷ ফলে তাঁদের এই বৈঠক ঘিরে নতুন করে জল্পনা তৈরি করেছে রাজনৈতিক মহলে ৷ তাঁরা এবার কী সিদ্ধান্ত নেন, তা জানতে উৎসুক সকলে ৷

অন্যদিকে পাঁচ রাজ্যে বিধানসভার হার নিয়ে কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠক খুব শীঘ্রই হতে চলেছে (Congress Working Committee will Meet Soon) ৷ এদিন এই কথা জানিয়েছেন রণদীপ সিং সুরজেওয়ালা ৷

এদিকে এই হার থেকে নতুন করে শিক্ষা নেওয়ার বার্তা দিয়ে টুইট করেছেন রাহুল গান্ধি (Rahul Gandhi) ৷ টুইট করেছেন প্রিয়াঙ্কা গান্ধিও (Priyanka Gandhi) ৷ তিনি হার স্বীকার করে নিয়েছেন ৷ আগামিদিনে কংগ্রেস বিরোধীর ভূমিকা সঠিক ভাবে পালন করবে বলেও তিনি জানিয়েছেন ৷

আরও পড়ুন :Congress in Assembly Elections 2022 : পাঁচ রাজ্যে শূন্য, বেসামাল কংগ্রেসের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন

ABOUT THE AUTHOR

...view details