পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Jairam Ramesh : নিশানায় কেন্দ্রের ‘ন্যাশনাল মনিটাইজেশন পাইপলাইন’, বিজেপিকে তুলোধনা প্রিয়ঙ্কা-জয়রামের

কোষাগার ভরতে কেন্দ্রীয় সরকারের নয়া দাওয়াই ‘ন্যাশনাল মনিটাইজেশন পাইপলাইন’ ৷ কংগ্রেস নেতা জয়রাম রমেশের অভিযোগ, টাকা জোগাড়ের অজুহাতে আদতে গোটা দেশটাকেই বিক্রি করে দিচ্ছে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রের এনডিএ সরকার ৷ তিনি সরকারের এই উদ্যোগকে ‘‘আইনসিদ্ধ লুঠ ও সংগঠিত লুণ্ঠন’’ বলে কটাক্ষ করেছেন ৷ বিষয়টি নিয়ে টুইটারে সরব হয়েছেন প্রিয়াঙ্কা গান্ধি বঢরাও ৷

Congress hits out at Centre's NMP, calls BJP as 'Becho Jaldi Party'
Jairam Ramesh : নিশানায় কেন্দ্রের ‘ন্যাশনাল মনিটাইজেশন পাইপলাইন’, বিজেপিকে ‘বেচো জলদি পার্টি’ বলে কটাক্ষ জয়রামের

By

Published : Aug 26, 2021, 1:36 PM IST

হায়দরাবাদ, 26 অগস্ট : কেন্দ্রের ‘ন্যাশনাল মনিটাইজেশন পাইপলাইন’ (NMP) কর্মসূচিকে কড়া ভাষায় আক্রমণ করলেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ (Jairam Ramesh) ৷ তাঁর মতে, এটা ‘‘আইনসিদ্ধ লুঠ ও সংগঠিত লুণ্ঠন’’ ছাড়া আর কিছুই নয় ৷ জয়রাম বলেন, কয়েক দশকের চেষ্টায় যে সরকারি সম্পত্তি তৈরি হয়েছিল, তাকে পছন্দের কিছু মানুষের হাতে তুলে দেওয়া হচ্ছে ৷ দীর্ঘদিন ধরেই মোদি বিরোধীদের অভিযোগ, ভারতের বর্তমান প্রধানমন্ত্রী গোটা দেশটাকেই বিক্রি করে দিচ্ছেন ৷ সেই সুরেই নরেন্দ্র মোদির (Narendra Modi) দল বিজেপিকে ‘‘বেচো জলদি পার্টি’’ বলে কটাক্ষ করেছেন জয়রাম ৷

আরও পড়ুন :National Monetization Pipeline : সরকারি সম্পত্তি বেসরকারি হাতে তুলে দিচ্ছে মোদি সরকার, অভিযোগ তৃণমূলের

প্রসঙ্গত, কেন্দ্রীয় সরকার এখনও পর্যন্ত প্রায় ছয় লক্ষ কোটি টাকার সম্পত্তি বেসরকারি হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ৷ এর মধ্যে রয়েছে সড়ক ও রেল পরিকাঠামো, খনি, টেলিকম, শক্তিসম্পদ, গ্য়াস, বিমানবন্দর ও নৌবন্দরের পরিকাঠামো, স্টেডিয়াম প্রভৃতি ৷ কেন্দ্রের তরফে জানানো হয়েছে, যে বিমানবন্দরগুলির পরিকাঠামো বেসরকারি হাতে ছাড়া হবে হবে, এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার (AAI) মালিকানাধীন সেই বিমানবন্দরগুলির মধ্যে রয়েছে চেন্নাই, ভোপাল, বারাণসী ও ভদোদরা ৷ রয়েছে বেশ কিছু রেল স্টেশন এবং রেল কলোনি ৷ বেসরকারি বিভিন্ন সংস্থা চাইলে এইসব জায়গার পরিকাঠামো উন্নত করে সেখানে বিনিয়োগ করে আয় করতে পারে ৷

কংগ্রেসের অভিযোগ, বছরের পর বছর ধরে কঠোর পরিশ্রম করে কোটি কোটি টাকার এইসব সম্পত্তি তৈরি করা হয়েছে ৷ আর বিজেপি সরকার সেসব তাদের কোটিপতি বন্ধুদের হাতে তুলে দিচ্ছে ৷ এই প্রসঙ্গে জয়রাম রমেশ বলেন, ‘‘প্রথমে এল ডিমনিটাইজেশন ৷ ড. মনমোহন সিং (Manmohan Singh) যাকে সঠিকভাবেই ‘আইনসিদ্ধ লুঠ ও সংগঠিত লুণ্ঠন’ বলে অবিহিত করেছেন ৷ আর এবার হাজির হয়েছে ‘মনিটাইজেশন মেলা’ ৷ এত বছর ধরে তৈরি করা সম্পদ অল্প কয়েকজনের হাতে তুলে দেওয়া হচ্ছে ৷’’

আরও পড়ুন :Amit Mitra : রাষ্ট্রায়ত্ত সংস্থার বেসরকারিকরণের প্রতিবাদ, নির্মলাকে চিঠি অমিতের

গোটা বিষয়টি নিয়ে তোপ দেগেছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধি বঢরাও (Priyanka Gandhi Vadra) ৷ তাঁর অভিযোগ, কেন্দ্রের বিজেপি সরকার মুখে আত্মনির্ভর ভারতের কথা বলছে ৷ অথচ গোটা দেশকেই তার কোটিপতি বন্ধুদের উপর নির্ভরশীল করে দিচ্ছে ৷ একটি হিন্দি টুইটে প্রিয়াঙ্কার অভিযোগ, সরকার যত কাজ করছে, তার সবটুকুই করা হচ্ছে তাদের এই কোটিপতি বন্ধুদের স্বার্থে ৷ সব সম্পদ তাঁদের হাতে তুলে দেওয়া হচ্ছে ৷ প্রিয়াঙ্কার কথায়, ‘‘গত 70 বছর ধরে দেশে মানুষ যে সম্পদ তৈরি করেছেন, লক্ষ কোটি টাকার সেই সম্পদই আজ বেসরকারি হাতে তুলে দেওয়া হচ্ছে ৷’’

ABOUT THE AUTHOR

...view details