পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Congress Halla Bol: কংগ্রেসের 'হল্লা বোলে' উত্তপ্ত রাজধানী, কর্মীদের আটক করল পুলিশ

দেশে দিনে দিনে জিনিসের দাম বেড়ে চলেছে ৷ এর উপর সম্প্রতি অতিরিক্ত জিএসটি চাপিয়েছে কেন্দ্রীয় সরকার ৷ পাশাপাশি কোভিড পরবর্তী সময়ে দেশে ঊর্ধ্বমুখী বেকারের সংখ্যাও ৷ আর তার প্রতিবাদেই রাজধানীতে হল্লা কংগ্রেসের (Congress Halla Bol Rally) ৷ এর আগে 5 অগস্ট মোদির বাসভবন ঘেরাও কর্মসূচিতে তোলপাড় হয়েছিল রাজধানী ৷

ETV Bharat
ETV Bharat

By

Published : Sep 4, 2022, 12:23 PM IST

Updated : Sep 4, 2022, 1:47 PM IST

নয়াদিল্লি, 4 সেপ্টেম্বর: মেগা ব়্যালি রামলীলা ময়দানে ৷ দেশে নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধি, বেকারত্ব এবং জিএসটি আরোপের বিরুদ্ধে আজ বিশাল মিছিল এবং জনসভার আয়োজন করেছে কংগ্রেস ৷ 7 সেপ্টেম্বর 'ভারত জোড়ো যাত্রা' (Bharat Jodo Yatra) ৷ তার আগে আজ, রবিবারের রাজধানীতে 'মেহঙ্গাই পর হল্লা বোল'-এর শোরগোল ধ্বনিত হল (Congress Halla Bol Rally against inflation and corruption) ৷ হাজির রাহুল গান্ধিও ।

দেশের বিভিন্ন প্রান্ত থেকে কংগ্রেসের নেতা, কর্মীরা জড়ো হয়েছেন দিল্লিতে ৷ ইতিমধ্যে কংগ্রেস কর্মী-সমর্থকেরা মিছিল শুরু করে দিয়েছেন ৷ তাঁরা বঙ্গ ভবন থেকে আকবর রোডে কংগ্রেসের সদর দফতরের দিকে যাচ্ছিলেন ৷ কিন্তু মাঝপথে পুলিশ তাঁদের আটক করেছে ৷ হল্লা বোল সূচনার আগে দলের পক্ষ থেকে জানানো হয়, "'বহুত হুই মেহেঙ্গাই কি মার, আব কি বার মোদি সরকার'- এই স্লোগান যাঁরা দিয়েছিলেন তাঁদের সরকারই আজ মুদ্রাস্ফীতিতে নিত্যনতুন রেকর্ড গড়ছে ৷ আর তার জেরেই সাধারণ মানুষের জীবন বিপন্ন । এটা কোনও অবস্থাতেই সহ্য করা যায় না ৷"

হল্লা বোলের আগে টুইটে রাহুল লেখেন, "রাজা তাঁর মিত্রদের রোজগার বাড়াতে ব্য়স্ত ৷ প্রজারা মূল্যবৃদ্ধিতে ত্রস্ত ৷ মানুষকে নিত্য প্রয়োজনীয় জিনিস কেনার আগেও দশবার ভাবতে হচ্ছে ৷ এই সমস্যার জন্য প্রধানমন্ত্রী দায়ী ৷ আমরা এর বিরুদ্ধে সরব হব ৷ রাজাকে সেটা শুনতেই হবে ৷"

বর্ষীয়ান কংগ্রেস নেতা জয়রাম রমেশ বলেন, "করোনা পরিস্থতি কাটার পর মানুষ কিছুটা রেহাই পেবে ভেবেছিল ৷ কিন্তু মোদির মুদ্রাস্ফীতি নতুন করে বিপর্যয় ডেকে এনেছে ৷ তাই আজ রামলীলা ময়দানে কংগ্রেস এই ব়্যালি করছে ৷" তিনি সাধারণ মানুষকে এই প্রতিবাদে সামিল হওয়ার আবেদন জানান ৷

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর বাসভবন ঘেরাও, বেকারত্ব-মূল্যবৃদ্ধি ইস্যুতে রাজধানী অচলের ডাক কংগ্রেসের

এর আগে 5 অগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবন ঘেরাও অভিযান (PM House Gherao in New Delhi) কর্মসূচি ছিল কংগ্রেসের ৷ রাহুল গান্ধি, প্রিয়াঙ্কা গান্ধি-সহ অন্য কংগ্রেস নেতারা মূল্যবৃদ্ধি, জিএসটি, বেকারত্ব ইস্যুতে দিল্লির রাজপথে প্রতিবাদ মিছিল করেছিলেন ৷ সে সময় রাহুল গান্ধি-সহ অনেককে আটক করে পুলিশ ৷ এমনকী বাদ যাননি প্রিয়াঙ্কা গান্ধি বঢরাও ৷ তাঁকেও রাস্তা দিয়ে টেনে হিঁচড়ে প্রায় চ্যাংদোলা করেই নিয়ে যান কয়েকজন মহিলা পুলিশ কর্মী ৷ সেই ভিডিয়ো মুহূর্তে ভাইরাল হয় ৷

আরও পড়ুন: বিজয় চকে আটক রাহুলরা, চ্যাংদোলা করে প্রিয়াঙ্কাকে তোলা হল গাড়িতে

Last Updated : Sep 4, 2022, 1:47 PM IST

ABOUT THE AUTHOR

...view details