পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

প্রতিশ্রুতি রাখলেন, মহিলাদের জন্য বিনামূল্যে আরটিসি বাস পরিষেবা চালু তেলেঙ্গানার নয়া মুখ্যমন্ত্রীর - নয়া মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডি

Free Travel For Women: জনগণকে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী কংগ্রেস সরকার শনিবার তেলঙ্গানা জুড়ে মহিলাদের জন্য বিনামূল্যে বাস ভ্রমণ প্রকল্প চালু করেছে । হায়দরাবাদের বিধানসভা চত্বরে মহালক্ষ্মী প্রকল্পটির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন নয়া মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডি । অত্যন্ত উৎসাহী পরিবেশে বিনামূল্যে যাত্রা শুরু হল আরটিসি বাসে ।

free bus travel scheme for women in Telangana
মহিলাদের জন্য বিনামূল্যে আরটিসি বাস পরিষেবা

By ETV Bharat Bangla Team

Published : Dec 10, 2023, 11:27 AM IST

হায়দরাবাদ, 10 ডিসেম্বর: ক্ষমতায় এসেই কথা রাখল কংগ্রেস সরকার ৷ তেলেঙ্গানায় চালু হল মহিলাদের জন্য বিনামূল্যে বাস পরিষেবা ৷ তবে এই সুবিধা মিলবে কেবল আরটিসি বাসে ৷ মহালক্ষ্মী প্রকল্পের আওতায় এই পরিষেবা দেওয়া হচ্ছে ৷ রাজ্যের নয়া মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডি হায়দরাবাদের বিধানসভা চত্বরে এই প্রকল্পটি শনিবার চালু করেছেন ৷ তারপরে গতকাল থেকেই রাজ্য জুড়ে মহিলারা আরটিসি বাসে বিনামূল্যে ভ্রমণের সুবিধা পাচ্ছে ।

মহিলারা বিনামূল্যে ভ্রমণের সুবিধা পল্লভেলুগু, এক্সপ্রেস, সিটি অর্ডিনারি এবং শহরগুলিতে মেট্রো এক্সপ্রেস পরিষেবাগুলিতে প্রযোজ্য হবে । মহিলাদের পাশাপাশি, মেয়ে, পড়ুয়া এবং তৃতীয় লিঙ্গের মানুষেরা আরটিসি বাসে বিনামূল্যে যাতায়াত করতে পারবেন । সরকারি আধিকারিকরা রাজ্য জুড়ে সমস্ত জেলায় আরটিসি বাসস্ট্যান্ডে মহিলাদের নিয়ে মহালক্ষ্মী প্রকল্প চালু করেছেন । মহালক্ষ্মী যোজনার আওতায় মহিলাদের বিনামূল্যে টিকিট বিতরণ করা হয়েছে । এছাড়া ভ্রমণের বিষয়ে যাত্রীদের সচেতন করা হয় এ দিন । শনিবার থেকে বিনামূল্যে ভ্রমণের সুবিধা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে বিপুল সংখ্যক মহিলা বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য আরটিসি বাসস্ট্যান্ড চত্বরে ভিড় জমান ।

মহিলাদের কথায়, এই প্রকল্পটি দরিদ্র এবং মধ্যবিত্ত মহিলাদের জন্য খুব দরকারি ছিল । কোনও শর্ত ছাড়াই সহজে এই প্রকল্প কার্যকর করা যেতে পারে, এমন নির্দেশিকা দেওয়ার জন্য তারা কংগ্রেস সরকারকে ধন্যবাদ জানাচ্ছেন । মহালক্ষ্মীর নামে মহিলাদের জন্য বিনামূল্যে ভ্রমণ প্রকল্প মহিলাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে ৷ আরটিসি বাসে বিনামূল্যে যাতায়াতের অনুমতি পেয়ে তারা খুশি ।

কালেক্টর অনুদীপ হায়দরাবাদে বিনামূল্যে বাস পরিষেবার সূচনা করেন । মহিলাদের শূন্য ভাড়ার নকল টিকিট দেওয়া হয় । পরে তাঁরা বাসে যাতায়াত করেন । জেলা কালেক্টর প্রশান্ত জীবন পাতিল সিদ্ধিপেটে মহালক্ষ্মী প্রকল্প চালু করেছেন । মুলুগু, মাহাবুবাবাদ এবং করিমনগরে, সংশ্লিষ্ট জেলা কালেক্টররা এই প্রকল্পটি চালু করেছেন ।

মহিলারা দাবি করেছেন, এই প্রকল্পে প্রতিটি বাড়িতে কমপক্ষে 3 হাজার টাকা সাশ্রয় হবে । শিক্ষার্থীরা বিশেষ করে খুশি যে তাদের আরটিসিতে বিনা পয়সায় ভ্রমণের অনুমতি দেওয়া হয়েছে । প্রকল্পের সূচনা উপলক্ষে মহিলারা বাজি ফাটিয়ে দিনটি উদযাপন করেন । আরটিসি আধিকারিকরা কর্মীদের মহালক্ষ্মী প্রকল্প সম্পর্কে সচেতন করছেন ৷ মহিলারা বলছেন, "বিআরএসের 10 বছরের শাসনামলে মহিলাদের কোনও অগ্রাধিকার দেওয়া হয়নি এবং এখন কংগ্রেস সরকার মহিলাদের অগ্রাধিকার দিচ্ছে ৷ তাদের জন্য বিনামূল্যে বাস পরিষেবা চালি করেছে । বয়স নির্বিশেষে বিনামূল্যে ভ্রমণের ব্যবস্থা করায় তারা খুশি ।"

আরও পড়ুন:

  1. তেলেঙ্গানায় মুখ্যমন্ত্রী হিসেবে শপথ কংগ্রেসের রেভান্ত রেড্ডির
  2. হায়দরাবাদের ভোটাররাই কি তেলেঙ্গানার বিধানসভা নির্বাচনে বড় ফ্যাক্টর !
  3. বিয়েতে লাখ টাকা, মহিলাদের 10 গ্রাম সোনার প্রতিশ্রুতি ; তেলেঙ্গানার ভোটে কংগ্রেস যেন কল্পতরু

ABOUT THE AUTHOR

...view details