পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ভোটের আগে পুদুচেরিতে সংখ্যাগরিষ্ঠতা হারাল কংগ্রেস - সংখ্যাগরিষ্ঠতা হারাল কংগ্রেস

পুদুচেরিতে কংগ্রেসের ঘরে ভাঙন ৷ একমাসের মধ্যে 4 বিধায়কের পদত্যাগে সংখ্যাগরিষ্ঠতা হারাল কংগ্রেস সরকার ৷ ফলে বিরোধীদের সঙ্গে সম সংখ্যক 14 আসন নিয়ে বিধানসভায় রয়েছে তারা ৷ কয়েক মাসের মধ্যেই পুদুচেরিতে ভোট ৷ তার আগে এই ভাঙন কংগ্রেসে বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে ৷

congress-government-in-puducherry-slips-into-minority-ahead-of-polls
ভোটের আগে পুদুচেরিতে সংখ্যাগরিষ্ঠতা হারাল কংগ্রেস

By

Published : Feb 16, 2021, 3:23 PM IST

দিল্লি, 16 ফেব্রিুয়ারি : নির্বাচনের কয়েকমাস আগেই পুদুচেরিতে সংখ্যাগরিষ্ঠতা হারাল কংগ্রেসের সরকার ৷ আজ বিধায়ক পদ থেকে পদত্যাগ করলেন মাল্লাডি কৃষ্ণা রাও এবং জন কুমার ৷ ফলে এক মাসের মধ্যে এ নিয়ে কংগ্রেসের চার জন বিধায়ক পদত্যাগ করলেন ৷ এর জেরে 30 আসনের পুদুচেরি বিধানসভায় কংগ্রেস ও ডিএমকে জোটে মোট 14 জন বিধায়ক রয়েছে ৷ অন্যদিকে বিরোধী পক্ষেও 14 জন বিধায়ক রয়েছেন ৷ প্রসঙ্গত, গত বছর দল বিরোধী কাজ করায় বিধায়ক এন ধানাভেলৌকে বহিষ্কার করে কংগ্রেস ৷

এপ্রিল-মে মাসে পুদুচেরি সহ দেশের পাঁচ রাজ্যে নির্বাচন রয়েছে ৷ তার আগেই সংকটের মুখে পুদুচেরির কংগ্রেস পরিচালিত সরকার ৷ নাটকীয়ভাবে আজ বিধায়ক পদ থেকে সরে দাঁড়ালেন মাল্লাডি কৃষ্ণা রাও এবং জন কুমার ৷ এর আগে গত 25 জানুয়ারি এ নাম্মাসিভায়াম এবং ই থিপ্পাইনজান বিধায়ক পদ থেকে ইস্তফ দিয়ে বিজেপিতে যোগ দেন ৷ এদের প্রায় সকলের অভিযোগ কংগ্রেস দলের প্রতি তারা হতাশ হয়ে পড়েছেন ৷ ফলে বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ৷

আরও পড়ুন :রাহুল গান্ধির বিরুদ্ধে স্বাধীকার ভঙ্গের নোটিস বিজেপির

প্রসঙ্গত, আগামীকাল পুদুচেরিতে নির্বাচনী পরিকল্পনা তৈরির জন্য যাচ্ছেন রাহুল গান্ধি ৷ তার আগের দিন কংগ্রেস সরকারে এই ধাক্কা রাজনৈতিকভাবে বড় ইঙ্গিত বলে মনে করা হচ্ছে ৷ কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে একমাত্র পুদুচেরিতে কংগ্রেসের সরকার ছিল ৷ এখন কংগ্রেসের মধ্যেই এই ভাঙন, আসন্ন নির্বাচনে বিশাল প্রভাব ফেলবে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা ৷

ABOUT THE AUTHOR

...view details