নয়াদিল্লি, 16 মার্চ : লোকসভায় মুলতবি প্রস্তাব আনল কংগ্রেস ৷ মঙ্গলবার কংগ্রেসের তরফে এই প্রস্তাব আনা হয়েছে ৷ তারা ব্যাঙ্ক বেসরকারিকরণ এবং এর জেরে ব্যাঙ্ক কর্মী ও সাধারণ মানুষের মধ্যে যে খারাপ প্রভাব পড়বে, তা নিয়ে আলোচনা চায় কংগ্রেস ৷ তাই তারা এই মুলতবি প্রস্তাব এনেছে ৷
সোমবার ও মঙ্গলবার ব্যাঙ্ক কর্মীদের ধর্মঘট চলছে ৷ সেই ধর্মঘটের প্রতি সমর্থন জানিয়েছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি ৷ তিনি এই নিয়ে মঙ্গলবার সকালে টুইট করেন ৷ সেখানে তিনি লেখেন, ‘‘ভারতের সরকার মুনাফার বেসরকারিকরণ করছে এবং জাতীয় ক্ষতি করছে ৷ সরকারি ব্যাঙ্কগুলি বিক্রি করে ভারতের অর্থনৈতিক নিরাপত্তার সঙ্গে আপোস করা হচ্ছে ৷ তাই আমি ধর্মঘটী ব্যাঙ্ক কর্মীদের পাশে দাঁড়াচ্ছি ৷’’ এর আগে ব্যাঙ্ক কর্মীদের ধর্মঘট ও বিক্ষোভ নিয়ে আলোচনা চেয়ে নোটিস পড়েছিল রাজ্যসভায় ৷ ওই নোটিস দিয়েছিলেন রাষ্ট্রীয় জনতা দলের সাংসদ মনোজ ঝা ৷