পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Congress G23 leaders meet : কংগ্রেসের সামনে এখন একটাই পথ, শক্তি বাড়িয়ে কী পরামর্শ জি 23-র ? - কংগ্রেসের জি 23 বৈঠক

সংগঠিত নেতৃত্বের মডেল তৈরি করা ও সিদ্ধান্ত গ্রহণে সব স্তরকে গুরুত্ব দেওয়া- কংগ্রেসের সামনে এই একটাই পথ পড়ে রয়েছে ৷ এমনই মত দলের বিক্ষুদ্ধ 'জি 23' নেতাদের (Congress G23 leaders meet)৷

Congress g23-leaders-suggest-adopting-model-of-collective-leadership
কংগ্রেসের সামনে একটাই পথ, শক্তি বাড়িয়ে কী পরামর্শ জি 23-র ?

By

Published : Mar 17, 2022, 10:30 AM IST

নয়াদিল্লি, 17 মার্চ : পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনে দলের ভরাডুবির পর ব্যর্থতার ময়নাতদন্তে তৎপর হলেন কংগ্রেসের বিক্ষুব্ধ 'জি 23' নেতারা (Congress G23 leaders meet) ৷ রাজ্যসভার প্রাক্তন বিরোধী দলনেতা গুলাম নবি আজাদের বাসভবনে তাঁরা বৈঠকে মিলিত হন ৷ সম্প্রতি বিক্ষুব্ধ তালিকায় যোগ দেওয়া আরও কয়েকজন কংগ্রেস নেতাকেও দেখা যায় এই বৈঠকে ৷ সেখানে গান্ধি পরিবার বিরোধী কোনও কথাবার্তা শোনা না-গেলেও 2024 লোকসভা নির্বাচনের প্রস্তুতিতে সংগঠিত নেতৃত্বের পক্ষেই জোরালো সওয়াল করলেন কংগ্রেস নেতারা (G23 leaders suggest adopting model of collective leadership)৷

'জি 23'র নেতারা ছাড়াও বুধবারের বৈঠকে উপস্থিত হন মণিশঙ্কর আইয়ার ও প্রীনিত কৌরের মতো নেতারা (G23 expands)৷ চার ঘণ্টা ঘরে বৈঠক চললেও কোনও নেতাই বৈঠকের বিষয়বস্তু নিয়ে মুখ খোলেননি ৷ তবে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে ৷ সেই বিবৃতিতেই দলে সংগঠিত নেতৃত্বের মডেল গড়ে তোলার উপর জোর দেওয়া হয়েছে ৷

বিবৃতিতে বলা হয়েছে, "আমরা, কংগ্রেস দলের এই সদস্যরা, সাম্প্রতিক বিধানসভা নির্বাচনের হতাশাজনক ফলাফল ও ক্রমাগত কর্মী ও নেতাদের দলত্যাগের বিষয় নিয়ে আলোচনার জন্য বৈঠক করি ৷ আমাদের বিশ্বাস, কংগ্রেসের সামনে একটাই পথ পড়ে আছে ৷ তা হল, সংগঠিন নেতৃত্বের মডেল গ্রহণ করা এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সব স্তরকে গুরুত্ব দেওয়া ৷"

আরও পড়ুন:Sonia Gandhi sacks 5 State Chiefs: দলের ভরাডুবির দায় চাপিয়ে 5 রাজ্যের কংগ্রেস প্রধানকে সরালেন সোনিয়া

বিবৃতিতে (Congress dissenters suggest party to adopt model of collective leadership ) আরও বলা হয়েছে যে, "বিজেপির বিরোধিতা করতে হলে কংগ্রেস দলকে আরও মজবুত করে তুলতে হবে ৷ 2024 সালে বিশ্বাসযোগ্য একটি বিকল্প তৈরির জন্য সমমনোভাবাপন্ন অন্যান্য শক্তিকে এক প্ল্যাটফর্মে এনে আলোচনা চালানোর জন্য কংগ্রেস দলের কাছে দাবি জানাচ্ছি ৷ খুব শিগগিরই পরবর্তী পদক্ষেপগুলি ঘোষণা করা হবে ৷"

এই বিবৃতিতে স্বাক্ষর রয়েছে গুলাম নবি আজাদ (Ghulam Nabi Azad), কপিল সিবাল, মণীশ তিওয়ারি, অখিলেশ প্রসাদ সিং, শংকর সিং বাঘেলা, শশী থারুর, এমএ খান, সন্দীপ দীক্ষিত, বিবেক তনখা, আনন্দ শর্মা, পৃথ্বীরাজ চহ্বন, ভূপিন্দর সিং হুদা, রাজ বব্বর, মণিশঙ্কর আইয়ার, পিজে কুরিয়ান, রাজেন্দ্র কৌর ভাট্টাল, কুলদীপ শর্মা ও প্রীনিত কৌর ৷ তবে এটাই তাদের চূড়ান্ত সিদ্ধান্ত নয় বলেও উল্লেখ করেছে কংগ্রেসের 'জি 23' ৷ তারা মনে করিয়ে দিয়েছে যে, পরবর্তী পদক্ষেপ তারা শিগগিরই ঘোষণা করবে বলে জানিয়ে দিয়েছে ৷

কংগ্রেস নেতা তথা 'জি 23'র সদস্য কপিল সিবালের বিতর্কিত মন্তব্যের পরই হল এই বৈঠক ৷ সম্প্রতি একটি সাক্ষাৎকারে সিবাল বলেছেন, দলের নেতৃত্ব থেকে সরে যাওয়া উচিত গান্ধিদের ৷

আরও পড়ুন:Adhir Ranjan Chowdhury on CWC: পদ ছাড়তে চাইলেও ওয়ার্কিং কমিটির বাধায় সোনিয়ারা ফের স্বপদে: অধীর

ABOUT THE AUTHOR

...view details