নয়াদিল্লি, 17 মার্চ : পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনে দলের ভরাডুবির পর ব্যর্থতার ময়নাতদন্তে তৎপর হলেন কংগ্রেসের বিক্ষুব্ধ 'জি 23' নেতারা (Congress G23 leaders meet) ৷ রাজ্যসভার প্রাক্তন বিরোধী দলনেতা গুলাম নবি আজাদের বাসভবনে তাঁরা বৈঠকে মিলিত হন ৷ সম্প্রতি বিক্ষুব্ধ তালিকায় যোগ দেওয়া আরও কয়েকজন কংগ্রেস নেতাকেও দেখা যায় এই বৈঠকে ৷ সেখানে গান্ধি পরিবার বিরোধী কোনও কথাবার্তা শোনা না-গেলেও 2024 লোকসভা নির্বাচনের প্রস্তুতিতে সংগঠিত নেতৃত্বের পক্ষেই জোরালো সওয়াল করলেন কংগ্রেস নেতারা (G23 leaders suggest adopting model of collective leadership)৷
'জি 23'র নেতারা ছাড়াও বুধবারের বৈঠকে উপস্থিত হন মণিশঙ্কর আইয়ার ও প্রীনিত কৌরের মতো নেতারা (G23 expands)৷ চার ঘণ্টা ঘরে বৈঠক চললেও কোনও নেতাই বৈঠকের বিষয়বস্তু নিয়ে মুখ খোলেননি ৷ তবে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে ৷ সেই বিবৃতিতেই দলে সংগঠিত নেতৃত্বের মডেল গড়ে তোলার উপর জোর দেওয়া হয়েছে ৷
বিবৃতিতে বলা হয়েছে, "আমরা, কংগ্রেস দলের এই সদস্যরা, সাম্প্রতিক বিধানসভা নির্বাচনের হতাশাজনক ফলাফল ও ক্রমাগত কর্মী ও নেতাদের দলত্যাগের বিষয় নিয়ে আলোচনার জন্য বৈঠক করি ৷ আমাদের বিশ্বাস, কংগ্রেসের সামনে একটাই পথ পড়ে আছে ৷ তা হল, সংগঠিন নেতৃত্বের মডেল গ্রহণ করা এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সব স্তরকে গুরুত্ব দেওয়া ৷"
আরও পড়ুন:Sonia Gandhi sacks 5 State Chiefs: দলের ভরাডুবির দায় চাপিয়ে 5 রাজ্যের কংগ্রেস প্রধানকে সরালেন সোনিয়া