পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Freebies in Karnataka Elections 2023: বিনামূল্যের প্রতিশ্রুতিতে বিজেপিকে টেক্কা কংগ্রেসের, বোঝা বাড়বে কর্ণাটকের কোষাগারে - Karnataka Polls

কংগ্রেস ঘোষিত তিনটি প্রধান বিনামূল্যের প্রতিশ্রুতি কর্ণাটক রাজ্যের কোষাগারে 58,000 কোটি টাকার অতিরিক্ত বোঝা চাপাবে ৷ আর বিজেপির দুটি প্রধান বিনামূল্যের প্রতিশ্রুতি বোঝা বাড়াবে 12,000 কোটি টাকার ৷ এমনই মনে করছেন অর্থনীতিবিদরা ৷

Freebies in Karnataka Elections 2023 ETV Bharat
কর্ণাটক নির্বাচন 2023

By

Published : May 7, 2023, 1:42 PM IST

বেঙ্গালুরু (কর্ণাটক), 7 মে:কর্ণাটকে নির্বাচনী প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে । প্রধান রাজনৈতিক দলগুলি ভোটারদের আকৃষ্ট করার জন্য প্রচুর বিনামূল্যের প্রতিশ্রুতি দিয়ে আসছে । এই বিনামূল্যের প্রতিশ্রুতি মেটাতে রাষ্ট্রীয় কোষাগারের উপর বোঝা অপ্রতিরোধ্য হতে চলেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা ।

কংগ্রেস, বিজেপি এবং জেডিএস - তিনটি প্রধান রাজনৈতিক দলই বাস্তব ভাবনাচিন্তা না করে নির্বাচনী জয়ের একমাত্র মাপকাঠি করে তুলেছে বিনামূল্যের প্রতিশ্রুতিকে ৷ অর্থনীতিবিদরা বলছেন, কোভিড এবং লকডাউনের জেরে অর্থনৈতিক কষ্ট সবে কিছুটা কাটিয়ে উঠেছে রাজ্য ৷ এরই মধ্যে এই বিনামূল্যে পরিষেবাগুলি রাজ্যের অর্থনীতিতে বড় ধাক্কা দেবে ৷ তাঁদের আশংকা, এর ফলে রাজকোষের উপর বোঝা বহুগুণ বৃদ্ধি পাবে এবং মূলধন ব্যয়ের জন্য পর্যাপ্ত অর্থ অবশিষ্ট থাকবে না ।

কংগ্রেস এ বার তার ইশতেহারে ছয়টি বড় বিনামূল্যের প্রতিশ্রুতি ঘোষণা করেছে, যার মধ্যে রয়েছে 200 ইউনিট বিনামূল্যে বিদ্যুৎ, যার জন্য 25,800 কোটি টাকা খরচ করতে হবে । বিপিএল কার্ডধারীর পরিবারের একজন কর্মজীবী মহিলা প্রতি মাসে 2,000 টাকা পাবেন । বর্তমানে, রাজ্যে 1.28 কোটি বিপিএল কার্ডধারী রয়েছেন এবং বিপিএল পরিবারের মহিলাদের প্রতি মাসে 2,000 টাকা দিতে হবে । গৃহলক্ষ্মী প্রকল্পের অধীনে বছরে 30,000 কোটি টাকা খরচ হবে । কংগ্রেস মহিলাদের জন্য বিনামূল্যে বাসে ভ্রমণের প্রতিশ্রুতিও দিয়েছে (খরচ 3,000 কোটি টাকা)। কংগ্রেসের তিনটি প্রধান বিনামূল্যের প্রতিশ্রুতির জন্য রাজকোষে আনুমানিক 58,000 কোটি টাকা খরচ হবে ।

খুব বেশি পিছিয়ে নেই বিজেপিও ৷ তারা 1.17 কোটি বিপিএল কার্ডধারী পরিবারকে বিনামূল্যে আধা লিটার নন্দিনী দুধ সরবরাহ করার প্রতিশ্রুতি দিয়েছে এবং এর জন্য বছরে প্রায় 8,000 কোটি টাকা খরচ হবে । বিনামূল্যে এলপিজি সিলিন্ডারের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে 1.17 কোটি বিপিএল কার্ডধারীদের ৷ এর জন্য প্রতি বছরে 3,700 কোটি টাকা লাগবে ৷ এর ফলে এই দুটি প্রধান বিনামূল্যের প্রতিশ্রুতি সরকারি কোষাগারে আনুমানিক 12,000 কোটি টাকার বোঝা যোগ করবে ।

2022-23 সালে রাজ্য বাজেটে 14,699 কোটি টাকা রাজস্ব ঘাটতি রয়েছে । অর্থনীতিবিদরা বলেছেন, মূলধন ব্যয়ের জন্য তহবিলের অভাব মৌলিক উন্নয়নকে প্রভাবিত করবে । 2022-26 সালের মধ্যমেয়াদী আর্থিক পরিকল্পনা অনুসারে, মোট রাজস্ব সংগ্রহের 90% শুধুমাত্র নির্দিষ্ট ব্যয়ের দিকে যাবে ।

রাজ্যের আর্থিক স্বাস্থ্যের উপর বিনামূল্যের প্রতিশ্রুতির প্রভাব বোঝার জন্য, তাদের রাষ্ট্রের রাজস্ব ঘাটতি এবং জিএসডিপির সঙ্গে তুলনা করা হয় । রাজস্ব ঘাটতি জিএসডিপির 3% সীমার মধ্যে থাকা উচিত । 2023-24 এর জন্য কর্ণাটকের জিএসডিপি 23.33 লক্ষ কোটি টাকা । 60,531 কোটি টাকার রাজস্ব ঘাটতি রয়েছে । কংগ্রেসের প্রধান বিনামূল্যের প্রতিশ্রুতি রাজকোষে প্রায় 58,000 কোটি টাকার বোঝা চাপাবে ৷ বিজেপির দুটি বিনামূল্যের প্রতিশ্রুতির খরচ আনুমানিক 12,000 কোটি টাকা । যা মোট রাজস্ব ঘাটতির প্রায় 19% হবে ।

2013-14 সালে কর্ণাটকের মোট ঋণ দায় ছিল প্রায় 1.36 লক্ষ কোটি টাকা। সিদ্দারামাইয়া সরকারের অনেক বিনামূল্যের স্কিম এবং ঋণ মকুবের সময় হঠাৎ করেই ঋণের বোঝা বেড়ে গিয়েছিল । কোভিড এবং লকডাউনের কারণে সৃষ্ট অর্থনৈতিক অসুবিধার কারণে রাজ্য সরকারকে আবারও বিপুল পরিমাণ ঋণের বোঝা বহন করতে হয়েছিল । 2018-2023 পর্যন্ত জোট এবং বিজেপি সরকারের পাঁচ বছরে রাজ্যের মোট ঋণের দায় প্রায় 3 লক্ষ কোটি টাকা ।

আরও পড়ুন:8 কিমির মেগা রোড শোয়ে মোদি, শেষবেলায় মরিয়া প্রচার কর্ণাটকে

ABOUT THE AUTHOR

...view details