মেরঠ (উত্তর প্রদেশ), 15 জানুয়ারি : উত্তরপ্রদেশ বিধানসভার নির্বাচন প্রাক্তন মিস বিকিনিকে প্রার্থী করল কংগ্রেস (congress fields former miss bikini india archana goutam from hastinapur in up assembly election) ৷ যা নিয়ে রীতিমতো হইচই পড়ে গিয়েছে দেশের রাজনীতিতে ৷ তার উপর অর্চনা গৌতম নামে ওই তরুণী লড়তে চলেছেন হস্তিনাপুর আসন থেকে (Hastinapur Congress Candidate) ৷ ফলে সোশ্যাল মিডিয়ায় এখন তিনিই ট্রেন্ডিং ৷ তাঁর ছবি দেখতে ও তাঁর সম্পর্কে জানতেই সার্চের সংখ্যা হু হু করে বাড়ছে ৷
উত্তরপ্রদেশে এবার 40 শতাংশ মহিলা প্রার্থী দেওয়ার ঘোষণা আগেই করেছিলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধি ৷ তিনিই উত্তরপ্রদেশে কংগ্রেসের ভারপ্রাপ্ত নেত্রী ৷ সম্প্রতি তিনি দলের তরফে আংশিক প্রার্থী তালিকা ঘোষণা করেন ৷ সেই তালিকাতেই নাম রয়েছে অর্চনা গৌতমের ৷
মেরঠের মেয়ে অর্চনা 2018 সালে মিস বিকিনি ইন্ডিয়া নামে একটি প্রতিযোগিতা জেতেন ৷ এছাড়া 2014 সালে মিস উত্তরপ্রদেশ, 2018 সালে মিস কসমো ওয়ার্ল্ড জিতেছেন ৷ এছাড়াও একাধিক প্রতিযোগিতা জিতেছেন ৷ 2021-এর নভেম্বরে বছর 26-এর তরুণী কংগ্রেসে যোগদান করেন ৷