পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

বিয়েতে লাখ টাকা, মহিলাদের 10 গ্রাম সোনার প্রতিশ্রুতি ; তেলেঙ্গানার ভোটে কংগ্রেস যেন কল্পতরু - ইস্তেহারে সোনা থেকে শুরু করে বিনামূল্য নে

Telangana Assembly Election 2023: তেলেঙ্গানায় 30 নভেম্বর বিধানসভা নির্বাচন ৷ বিআরএস শাসিত দক্ষিণের এই রাজ্যটিতে ক্ষমতায় এলে কী কী করবে কংগ্রেস ? ইস্তেহারে তার আভাষ দিল শতাব্দী প্রাচীন রাজনৈতিক দলটি। সোনা থেকে শুরু করে বিনামূল্য নেট সংযোগ দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে ইস্তেহারে ৷

ETV Bharat
তেলেঙ্গানায় কংগ্রেসের নির্বাচনী ইস্তেহার

By ETV Bharat Bangla Team

Published : Nov 17, 2023, 11:42 AM IST

Updated : Nov 17, 2023, 12:06 PM IST

হায়দরাবাদ, 17 নভেম্বর:মহিলাদের সোনা থেকে শুরু করে বিয়েতে লক্ষ টাকার আর্থিক সাহায্য, চাষিদের জন্য বিনামূল্য বিদ্যুৎ- কী নেই কংগ্রেসের নির্বাচনী প্রতিশ্রুতিতে ! আগামী 30 নভেম্বর দক্ষিণের তেলেঙ্গানায় বিধানসভা নির্বাচন ৷ ভারতীয় রাষ্ট্র সমিতি বা বিআরএস শাসিত তেলেঙ্গানায় এবার ভোটযুদ্ধে নামছে - কংগ্রেস, বিজেপি, এআইএমইএমও ৷ কংগ্রেসের ইস্তেহারের একটি কপি ইটিভি ভারতের হাতে এসেছে ৷ তা থেকেই জানা গিয়েছে, বিধানসভা নির্বাচনে জিতলে কংগ্রেস রাজ্যবাসীর কোন কোন স্বপ্ন পূরণ করবে ৷

তরুণীদের বিয়েতে 1 লক্ষ টাকা করে দেওয়া হবে। এছাড়া 'ইন্দিরাআম্মা' উপহার প্রকল্পে 10 গ্রাম সোনা, কৃষকদের 24 ঘণ্টা বিনামূল্যে বিদ্যুৎ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে তেলেঙ্গানা কংগ্রেস ৷ এমনকী ভোটে জেতার 6 মাসের মধ্যে শিক্ষকের খালি পদগুলিতে নিয়োগের কথাও জানিয়েছে দেশের প্রাচীন দলটি ৷

শুধু এতেই শেষ নয়, তেলেঙ্গানায় প্রতিটি শহিদ পরিবারকে প্রতি মাসে 25 হাজার টাকা দেওয়ার গ্যারান্টি দিয়েছে কংগ্রেস ৷ এর সঙ্গে পরিবারের সদস্যকে সরকারি চাকরিও দেওয়া দেবে কংগ্রেস গঠিত তেলেঙ্গানা সরকার ৷ কৃষকদের 2 লক্ষ টাকা ঋণ মকুব এবং বছরে 3 লক্ষ টাকা পর্যন্ত সুদ ছাড়া ঋণ দেওয়া হবে ৷ শিক্ষাকেও গুরুত্ব দিয়েছে কংগ্রেস ৷ বাজেটের 15 শতাংশ শিক্ষার জন্য খরচ করবে কংগ্রেস ৷ পাশাপাশি পড়ুয়াদের বিনামূল্যে ইন্টারনেট সংযোগ দেওয়া হবে ৷

কংগ্রেসের ইস্তেহারের বিশেষ কিছু অংশ-

  • কৃষিক্ষেত্রে 24 ঘণ্টা বিনামূল্য বিদ্যুৎ ৷
  • ক্ষমতায় আসার 6 মাসের মধ্যে শিক্ষকদের শূন্যপদ পূরণ ৷
  • ক্যাম্প অফিসে প্রতিদিন মুখ্যমন্ত্রী প্রজা দরবার করবেন এবং আমজনতার সমস্যার কথা শুনবেন ৷
  • পড়ুয়াদের ইন্টারনেট সংযোগ ৷ এর জন্য কোনও অর্থ লাগবে না ৷
  • মহিলাদের জন্য মহালক্ষ্মী প্রকল্পে প্রতি মাসে 2 হাজার 500 টাকা করে দেওয়া হবে ৷
  • এই প্রকল্পের আওতায় 500 টাকা মূল্যে গ্যাসের সিলিন্ডারও পাওয়া যাবে ৷
  • মহিলারা রাজ্য সরকারের বাসগুলিতে বিনামূল্যে যাতায়াত করতে পারবেন ৷
  • গৃহজ্যোতিতে প্রতিটি পরিবার 200 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিনামূল্যে দেবে কংগ্রেস ৷
  • যুব বিকশম প্রকল্পে 5 লক্ষ টাকার বিদ্যা ভরসা কার্ড দেওয়া হবে পড়ুয়াদের ৷

আরও পড়ুন:

  1. রাত পোহালেই ভাগ্য নির্ধারণ শিবরাজ-বাঘেলের, প্রস্তুত কমিশনও
  2. ভোটের বাকি মাত্র কয়েক ঘণ্টা! তার আগে 331 কোটির রেকর্ড মদ ও নগদ উদ্ধার
  3. মুখ্যমন্ত্রী শিবরাজের নির্বাচনী প্রচার বন্ধ করার নির্দেশ কমিশনের
Last Updated : Nov 17, 2023, 12:06 PM IST

ABOUT THE AUTHOR

...view details