নয়াদিল্লি, 19 সেপ্টেম্বর :পঞ্জাবের মুখ্যমন্ত্রী পদ থেকে ক্যাপ্টেন অমরিন্দর সিং (Captain Amarinder Singh) ইস্তফা দেওয়ার কয়েক ঘণ্টা পরই জরুরি বৈঠকে বসেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি (Rahul Gandhi) ৷ সূত্রের খবর, পঞ্জাবের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করতে এবং অমরিন্দরের উত্তরসূরি বাছতেই এই বৈঠক ৷ কংগ্রেসের প্রবীণ নেত্রী অম্বিকা সোনি (Ambika Soni) এবং দলের সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল (K.C. Venugopal) এই বৈঠকে উপস্থিত ছিলেন ৷ কংগ্রেসের একটি সূত্রের দাবি, নতুন মুখ্যমন্ত্রী ঠিক না হওয়া পর্যন্ত অম্বিকাকেই পঞ্জাবের অন্তর্বর্তীকালীন মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব দেওয়া হতে পারে ৷ এমনকী, ক্যাপ্টেন অমরিন্দর সিং এবং নভজ্যোৎ সিং সিধু (Navjot Singh Sidhu) পরস্পরের ঘোর বিরোধী হলেও গান্ধি পরিবারের কাছের মানুষ হিসাবে পরিচিত অম্বিকাকে দু’জনেই অত্যন্ত শ্রদ্ধা ও সম্মান করেন ৷ যদিও অম্বিকার নিজের দাবি, তিনি মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিতে আগ্রহী নন ৷
আরও পড়ুন :Amarinder Singh : ক্যাপ্টেন অমরিন্দরের অধিনায়কত্বেই পঞ্জাবে সুদিন ফিরেছিল কংগ্রেসের
তবে অমরিন্দরের উত্তরসূরি খুঁজতে গিয়ে এখনও পর্যন্ত কোনও সিদ্ধান্তে পৌঁছতে পারেনি কংগ্রেস হাইকম্যান্ড ৷ বস্তুত, ভোটমুখী পঞ্জাবে মুখ্যমন্ত্রী পদে একজন হিন্দুকে বসানো হবে, নাকি জাঠকে, তা নিয়ে এখনও দ্বিধাবিভক্ত কংগ্রেস নেতৃত্ব ৷ এই অবস্থায় কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধি বঢরার (Priyanka Gandhi Vadra) দ্বারস্থ হচ্ছেন দলের নেতানেত্রীরা ৷ তাঁদের একাংশ ভোটের আগে পঞ্জাবে কোনওরকম ঝুঁকি নিতে নারাজ ৷ তাঁরা চাইছেন, জাঠের বদলে কোনও জাঠকেই মুখ্যমন্ত্রী পদে বসানো হোক ৷ কিন্তু এই তত্ত্ব কার্যকর করার আগে এই বিষয়ে প্রিয়াঙ্কার অনুমতি আদায় করা দরকার ৷ কংগ্রেসের নেতাদের এই অংশের যুক্তি হল, অন্য যেকোনও রাজ্যে যেকোনও হিন্দুকে মুখ্যমন্ত্রী করা হোক ৷ তাতে কোনও সমস্যা নেই ৷ কিন্তু, পঞ্জাবে এই সূত্র কাজে লাগালে দলের ক্ষতি হতে পারে ৷