মুম্বই, 3 সেপ্টেম্বর:ডিএমকে নেতা উদয়নিধি স্তালিন সনাতন ধর্মকে 'মশা, ডেঙ্গি, ম্যালেরিয়া এবং করোনা'-এর সঙ্গে তুলনা করেছিলেন ৷ তাঁর এই বক্তব্য থেকে নিজেদের দূরে রাখার চেষ্টায় কংগ্রেস ৷ দলের মহারাষ্ট্র প্রধান নানা পাটোলে রবিবার বলেন যে, তামিলনাড়ুতে ডিএমকে নেতৃত্বাধীন ক্ষমতাসীন জোট কোনও ধর্মীয় অনুভূতিতে আঘাত করায় বিশ্বাসী নয় ৷
শনিবার চেন্নাইতে একটি সম্মেলনে ভাষণ দিতে গিয়ে তামিলনাড়ু সরকারের ক্রীড়া ও যুব বিষয়ক মন্ত্রী উদয়নিধি সনাতন ধর্মের সমালোচনা করে বলেন, "কিছু জিনিসের বিরোধিতা করা যায় না ৷ সেগুলিকে শুধুমাত্র বিলুপ্ত করা উচিত । আমরা ডেঙ্গির বিরোধিতা করতে পারি না, মশা, ম্যালেরিয়া বা করোনা আমাদের নির্মূল করতে হবে, একইভাবে সনাতন ধর্মকে নির্মূল করতে হবে । শুধু সনাতনের বিরোধিতা না করে বরং তা নির্মূল করতে হবে ।"
রবিবার এই বিষয়ে কথা বলতে গিয়ে পাটোলে দলিত আইকন বিআর আম্বেদকরের 'সর্ব ধর্ম সমা ভাব' (সকল ধর্ম এক) মন্তব্যের উল্লেখ করে বলেন, "আমাদের অবস্থান পরিষ্কার । কংগ্রেস কারও ধর্মীয় অনুভূতিতে আঘাত করতে কোনও মন্তব্য করে না বা তাতে বিশ্বাস করে না । আমরা অন্য কারও বক্তব্যের দায় নেব না । তবে আমাদের অবস্থান পরিষ্কারভাবে তুলে ধরা হয়েছে ।"